Advertisement
Advertisement
Bhawanipore Club

ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে গোলশূন্য ড্র, সুপার সিক্সের লড়াইয়ে ভেসে রইল ভবানীপুর

সাদার্ন সমিতির বিপক্ষে ১ পয়েন্ট পেলেই সুপার সিক্সে পৌঁছে যাবে ডায়মন্ড হারবার।

Goalless draw against United SC, Bhawanipore Club stays afloat in Super Sixes battle

ছবি আইএফএ সোশাল মিডিয়া

Published by: Prasenjit Dutta
  • Posted:September 3, 2025 6:21 pm
  • Updated:September 3, 2025 6:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল ভবানীপুর ক্লাব। প্রতিপক্ষ ছিল ইউনাইটেড স্পোর্টস। সুপার সিক্সে উঠতে গেলে এই ম্যাচ জিততেই হত বিদ্যাসাগর সিংদের। কিন্তু গোটা ম্যাচ আধিপত্য নিয়ে খেলেও অমীমাংসিতভাবে শেষ হল গ্রুপ ‘বি’র এই ম্যাচ। এর ফলে সুপার সিক্সের লড়াইয়ে ভেসে রইল ভবানীপুর।

Advertisement

এদিন শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে ভাবনীপুর। বহুবারই বিপক্ষের রক্ষণে আক্রমণ শানাতে থাকেন বিদ্যাসাগর, সুকুরাম সরদাররা। বিশেষ করে ডানপ্রান্তিক আক্রমণকে সচল রেখেছিলেন সুকুরাম। ৩২ মিনিটে ভালো জায়গায় ফ্রিকিক পেলেও গোল করতে পারেনি ভবানীপুর। ৩৬ মিনিটে এগিয়ে যেতে পারত ইউনাইটেড স্পোর্টস। গোল লাইন সেভ করে ভবানীপুর ডিফেন্ডার। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রাখে ভবানীপুর। ৫৬ মিনিটে সৌগত হাঁসদার ফ্রিকিক বাঁচালেন ইউনাইটেড গোলরক্ষক রৌনক ঘোষ। এর ঠিক পরের মিনিটেই ডান দিক থেকে উঠে এসে সাইড নেটে মেরে বসেন সুকুরাম। গোল পাওয়ার চেষ্টায় মরিয়া হয়ে উঠলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি ভবানীপুর। অন্যদিকে, রক্ষণ মজবুত রেখে আক্রমণে উঠে এসেছে ইউনাইটেড স্পোর্টস। শেষমেশ কোনও পক্ষই কোনও গোল করতে পারেনি।

ড্রয়ের ফলে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে নিশ্চিত ইউনাইটেড স্পোর্টস। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে বি গ্রুপ থেকে সুপার সিক্সে পৌঁছেছে ইউনাইটেড কলকাতাও। ভবানীপুর ১২ ম্যাচে রয়েছে ২২ পয়েন্টে। পয়েন্ট টেবিলে তারা রয়েছে তৃতীয় স্থানে। ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ ডায়মন্ড হারবার এফসি। ৫ সেপ্টেম্বর সাদার্ন সমিতির মুখোমুখি হবে তারা। সেই ম্যাচ ড্র বা জিততে পারলে সুপার সিক্সে পৌঁছে যাবে ডায়মন্ড হারবার। তবে, ডায়মন্ড হেরে গেলে গোলপার্থক্যে এগিয়ে থাকার সুবাদে সুপার সিক্সে পৌঁছে যাবে ভবানীপুর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ