Advertisement
Advertisement
IFA Shield

আইএফএ শিল্ডে খেলবে কেরলের দলও, কটা বিদেশি খেলাতে পারবে টিমগুলো?

কবে সূচি ও গ্রুপবিন্যাস জানা যাবে?

How many Foreigners will play in IFA Shield
Published by: Arpan Das
  • Posted:September 22, 2025 8:31 pm
  • Updated:September 22, 2025 8:31 pm   

প্রসূন বিশ্বাস: পুজোর পরেই শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড। ৮ অক্টোবর থেকে শুরু হবে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। চার বছর পর আয়োজন হতে চলা এই টুর্নামেন্টে ৬টি দল খেলবে। তার মধ্যে কলকাতার চারটি দল তো থাকছেই, বাইরে থেকে থাকবে কোন দল? কটা বিদেশিই বা খেলাতে পারবে টিমগুলো? সোমবার মিটিংয়ের পর সেই নিয়ে মুখ খুললেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।

Advertisement

তিনি জানিয়েছেন, “এবারের শিল্ডে ৬ জন বিদেশিকে নথিভুক্ত করানো যাবে। তার মধ্যে খেলতে পারবে ৪ জন।” সোমবারের মিটিংয়ে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার উপস্থিত ছিল। প্রতিটি দলকেই আনুষ্ঠানিকভাবে ই-মেল করা হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলগুলোকে নিশ্চিত করতে বলা হয়েছে। তিনটে আই লিগ এবং তিনটে আইএসএল দল নিয়ে আইএফএ শিল্ড করার পরিকল্পনা রয়েছে।

কলকাতা থেকে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান ও ডায়মন্ড হারবার খেলবে। এর পাশাপাশি কেরলের ক্লাব গোকুলাম কেরালা শিল্ডে খেলবে বলে জানিয়েছেন আইএফএ সচিব। আর একটি দল কারা হবে, সেটা নিয়ে এখনও আলোচনা চলছে। শিল্ডের ম্যাচ কোথায় কোথায় হবে? অনির্বাণ দত্তের বক্তব্য, “নৈহাটি ও কল্যাণীতে ম্যাচ হবে। বারাকপুরেও ম্যাচ হতে পারে। আমরা চাইছি ম্যাচগুলো সন্ধ্যাবেলা করতে।” এছাড়া যুবভারতী ও কিশোর ভারতীতে ম্যাচ হবে।

কিন্তু কবে সূচি বা গ্রুপবিন্যাস জানা যাবে? আইএফএ সচিব জানান, সব ক্লাবের থেকে নিশ্চয়তা এলেই তারা সেই বিষয়ে জানাবেন। তবে ইস্টবেঙ্গল পূর্ণশক্তির দল নিয়ে খেলতে পারে। জানা গিয়েছে, ছয় দলকে দু’টো গ্রুপে ভাঙা হবে। অর্থাৎ তিনটে করে দল প্রত্যেক গ্রুপে থাকবে। গ্রুপ লিগের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। উল্লেখ্য, ২০২১ সালে শেষবার আইএফএ শিল্ড আয়োজিত হয়েছিল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ