Advertisement
Advertisement
Lionel Messi

শুরু হল ‘গোট কনসার্টে’র টিকিট বিক্রি, মেসিকে যুবভারতীতে দেখতে খরচ কত?

কলকাতার এই কনসার্ট নিয়ে এখন থেকেই উন্মাদনা তুঙ্গে।

How much does it cost to see Lionel Messi at Yuva Bharati?
Published by: Prasenjit Dutta
  • Posted:October 8, 2025 6:24 pm
  • Updated:October 8, 2025 8:06 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোদ্দ বছর আগে যুবভারতী স্টেডিয়াম সাক্ষী থেকেছিল মেসি-মায়ার। ফের ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা যেতে চলেছে লিওলেন মেসিকে। আর তা নিয়ে এখন থেকেই উন্মাদনা দর্শকদের মনে। হয়তো মনে মনে পরিকল্পনা করে রেখেছেন, দেখতে যাবেন মেসিকে। তাঁদের মনে খুব স্বাভাবিকভাবে প্রশ্নও উঠছে, কবে থেকে বা কীভাবে পাওয়া যাবে সেই ‘মহার্ঘ’ টিকিট? সেই সমস্ত প্রশ্নের উত্তর মিলল এদিন। তবে, এত সবের মধ্যে শুরু হয়েছে ‘গোট কনসার্টে’র টিকিট বিক্রিও।

Advertisement

দেশের জার্সিতে অধিনায়কত্বের সূচনাটা সেদিন ভারতীয় ফুটবলের রাজধানীতে করেছিলেন মেসি। অবশ্য তখনও বিশ্ব ফুটবলের অবিসংবাদিত মহানায়ক হয়ে ওঠেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। কয়েকটা ব্যালন ডি’অর জিতলেও সর্বকালের সেরার তালিকায় শীর্ষস্থানীয় হননি মেসি। ১৪ বছর পর ফের সেই যুবভারতীতে ফিরতে চলেছেন লিওনেল মেসি। এবার বিশ্বজয়ী হিসাবে, সর্বকালের অন্যতম সেরা হিসাবে। তবে এবার ম্যাচ খেলবেন না মেসি, যোগ দেবেন ‘গোট কনসার্টে’। যে কনসার্ট আয়োজন করা হচ্ছে আর্জেন্টাইন মহাতারকার সম্মানে। যা নিয়ে আগ্রহ তুঙ্গে।

জানা গিয়েছে, Zomato District অ্যাপ থেকে কাটা যাবে এই গোট কনসার্টের টিকিট। টিকিট শুরু হচ্ছে ৩৮৩৫ টাকা থেকে। এই টিকিটে দর্শকরা বসতে পারবেন B3 এবং D3 ব্লকে। B2 ও D2 ব্লকে বসে খেলা দেখতে গেলে খরচ করতে হবে ৪৩৬৬ টাকা। B1 ও D1 ব্লকের টিকিটের মূল্য ৪৭২০ টাকা। এখানেই শেষ নয়। ৫৯০০ টাকার টিকিটও। যা C3 লেফট ও রাইটের। C2 লেফট ও রাইট ব্লকে বসে খেলা উপভোগ করতে গেলে ৭০৮০ টাকার টিকিট কাটতে হবে।

এর চেয়েও ভালো ভিউ পেতে গেলে কাটতে হবে ১০,০৩০ টাকার টিকিট। সেক্ষেত্রে আপনি বসার জায়গা পাবেন A2। তাছাড়া C1 লেফট ও রাইটের টিকিটের মূল্য ১০,৬২০ টাকা। A1-এর টিকিটের দাম ১১,৮০০ টাকা। সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম ১৪,৭৫০ টাকা। এই টিকিট থাকলে বসা যাবে ভিআইপি-তে। প্রসঙ্গত, HSBC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড যাঁদের আছে, তারা ৮ তারিখ, বুধবার থেকে টিকিট কাটতে পারবেন। বাকিদের জন্য টিকিট বিক্রি শুরু ৯ অক্টোবর, বৃহস্পতিবার,  দুপুর ২টো থেকে।

১৩ ডিসেম্বর, কলকাতার যুবভারতীতে মেসি দর্শনকে কেন্দ্র করে যে মঞ্চ ভাবা হয়েছে, তাতে উপস্থিত থাকবেন অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এখানেই মঞ্চ ভাগ করে নিতে পারেন অমিতাভ বচ্চন। মুম্বই না করে অমিতাভ বচ্চনকে কলকাতায় নিয়ে আসার পিছনে যে পরিকল্পনা সাধিত হয়েছে, তাতে অমিতাভর কলকাতা যোগকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলার জামাই। তাই মুম্বই নয়। অমিতাভ বচ্চন মেসি দর্শনে হাজির হবেন কলকাতায়। শুধু তো উপস্থিতি নয়। মেসির সামনে তারকাদের ছোট একটা ফুটবল ম্যাচও হবে। মুম্বইদের তারকা ম্যাচে যেরকম বলিউড তারকারা খেলবেন ক্রিকেটারদের সঙ্গে। কলকাতাতেও সেরকম হবে। তবে অভিষেক বচ্চন, জন আব্রাহামরা মুম্বইয়ে না খেলে কলকাতায় চলে আসছেন তারকা ম্যাচ খেলার জন্য। আসছেন আর্জেন্টিনার আরও এক ফুটবলার রদ্রিগো ডি পলও। সেভাবে বলতে গেলে এবারে যে মেসির ভারত দর্শন, তাতে ১৩ ডিসেম্বর কলকাতাতেই মেসির প্রথম পা রাখা হবে। আর তাই কলকাতার অনুষ্ঠানটিকে জাঁকজমক করতে চাইছেন সংগঠকরা। চেষ্টা হচ্ছে মেসির ম্যাচকে কেন্দ্র করে যত বেশি সম্ভব তারকাকে সেদিন যুবভারতীতে হাজির করানো।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ