Advertisement
Advertisement
Mohammedan

মহামেডানে বিক্ষোভ, ফুটবলারদের মতো আর্থিক সমস্যায় জেরবার ক্রিকেটাররাও

বিক্ষোভের জন‌্য কর্তারা পূর্বনির্ধারিত বৈঠকও বাতিল করে দিলেন।

Huge protest at Mohammedan tent demanding solution to problems
Published by: Anwesha Adhikary
  • Posted:April 9, 2025 11:17 pm
  • Updated:April 9, 2025 11:17 pm  

স্টাফ রিপোর্টার: সমস্যা যেন বেড়েই চলেছে মহামেডানে। এতদিন ফুটবলারদের বেতন নিয়ে তোলপাড় চলছিল। সেই তালিকাতে চলে এল ক্রিকেটারদের বেতন না দেওয়ারও বিষয়টি। বুধবার বিকেল থেকে ক্লাবে বিক্ষোভ দেখাতে শুরু করলেন কয়েকশো মহামেডান সমর্থক। বিক্ষোভের জন‌্য কর্তারা পূর্বনির্ধারিত বৈঠকও বাতিল করে দিলেন।

মঙ্গলবারই মহামেডান কর্তারা ফুটবলারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সামনের সুপার কাপের কথা মাথায় রেখেই তাঁদের বোঝানোর চেষ্টা করা হচ্ছিল যাতে ফ্রাঙ্কারা অনুশীলনে নামেন। ফুটবলারদের তরফ থেকে দাবি ছিল, বাকি পাঁচ মাসের বেতনের মধ্যে নূন্যতম এক মাসের বেতন ও দু মাসের অ্যালাউন্স দিতে হবে। বুধবার বিকাল থেকেই ক্লাবে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি ছিল দ্রুত শেয়ার হস্তান্তর করে স্বাভাবিক অবস্থায় আনতে হবে। ১১ এপ্রিলের মধ্যে এফএসডিএলের দেওয়া চিঠিরও জবাব দিতে হবে। তা না হলে কর্তারা পদত্যাগ করুন, এই দাবিতে প্ল্যাকার্ড দেখা যায় বহু বিক্ষোভকারীর হাতে। তবে মহামেডান কর্তারা চাইছেন এর মধ্যেই বর্তমান ইনভেস্টারের সঙ্গে বসে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে।

এদিকে যখন ক্রিকেটারদের সঙ্গে চুক্তি হয়েছিল তখন দায়িত্বে ছিলেন দীপক কুমার সিং। তিনি সরে যাওয়ার পর এখন অর্জুন ধাওয়ান এসেছেন ক্রিকেটের দায়িত্বে। যাঁকে ইতিমধ্যেই আইপিএলে দেখা গিয়েছে গলায় কার্ড ঝুলিয়ে ইডেনে ঘুরে বেড়াতে। মহামেডান ক্লাবের অভ্যন্তরীণ সমস্যার জেরে সবচেয়ে বেশি অসুবিধার মধ্যে পড়েছেন ক্রিকেটাররা। কারণ, অনেক ক্রিকেটারেরই চুক্তির বেশিরভাগ টাকা বাকি। দিন কয়েক পরেই সিএবির প্রথম ডিভিশন লিগের প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে মহামেডানের। ক্রিকেটারদের অনেকেই ঠিক করেছেন এই সমস্যা না মেটালে মাঠে নামবেন না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement