ফাইল চিত্র
প্রসূন বিশ্বাস: স্বস্তির খবর আই লিগের দল ইন্টার কাশীর জন্য। ফেডারেশনের রায়ে আগে ইন্টার কাশীর তিন পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল। মঙ্গলবার কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টে সেই রায় খারিজ করে দেওয়া হয়েছে। ফলে ওই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাবে আন্তোনিও হাবাসের দল। কিন্তু তাতেও আই লিগ চ্যাম্পিয়ন কে, তার ফয়সালা হচ্ছে না।
সমস্যার মূল খুঁজতে ফিরে যেতে হবে চলতি বছরের জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে নামধারী এফসি’র বিরুদ্ধে ০-২ গোলে হেরেছিল ইন্টার কাশী। কিন্তু ইন্টার কাশীর অভিযোগ ছিল, ওই ম্যাচে ‘অবৈধ প্লেয়ার’ খেলিয়েছিল নামধারী। বিষয়টা শৃঙ্খলারক্ষা কমিটি পর্যন্ত গড়ায়। সেখানে ইন্টার তিন পয়েন্ট ও তিন গোল পেলে এআইএফএফ-এর আপিল কমিটিতে গিয়েছিল নামধারী। এই আপিল কমিটি শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছিল। তারপর ক্রীড়া আদালতে গিয়েছিল উত্তরপ্রদেশের দল। সেখানে ফেডারেশনের রায় খারিজ করে দিল ক্রীড়া আদালত।
ইন্টার কাশীর তরফ থেকে জানানো হয়েছে, ‘ইন্টার কাশী ক্রীড়া আদালতের রায়কে স্বাগত জানায়। ক্যাসের নির্দেশে এআইএফএফের আপিল কমিটির রায় খারিজ করা হয়েছে। যে আবেদনের ভিত্তিতে নামধারী এফসি-র বিরুদ্ধে ম্যাচ থেকে দলের তিন পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল।’
কিন্তু সমস্যা হল, তাতে আই লিগ চ্যাম্পিয়ন কে, সেটা নির্ধারণ করা যাবে না। কারণ আরও একটি অভিযোগ রয়েছে ইন্টার কাশীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে চার্চিলের সঙ্গে আবেদন জানিয়েছিল রিয়াল কাশ্মীর, নামধারী এফসিও। অভিযোগ, মারিও বার্কো নামে এক বিদেশি ফুটবলারকে রি-রেজিস্ট্রার করিয়েছিল ইন্টার কাশী। আপিলের অনুমতি থাকায় তিন ক্লাবই ইন্টার কাশীর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ তোলে। ফলে সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনও দলকেই চ্যাম্পিয়ন বলা যাচ্ছে না।
🚨 CLUB STATEMENT 🚨
A victory at the CAS for us! 🧡
— Inter Kashi (@InterKashi)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.