সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএফএ শিল্ড খেলতে পারবে না বলে সরকারিভাবে আইএফএ-কে জানিয়ে দিল ডায়মন্ড হারবার এফসি। শিল্ডে খেলতে চাইছে না মহামেডানও। যার ফলে চার বছর পর প্রত্যাবর্তনেও আইএফএ শিল্ড নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।
বুধবার বিকালে মহামেডান শীর্ষকর্তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন শিল্ড না খেলার। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার সরকারিভাবে আইএফএ-কে জানিয়ে দেবে তাদের সিদ্ধান্ত। এখানেই শেষ নয়, মোহনবাগান এখনও পর্যন্ত শিল্ড খেলবে কি না তা জানায়নি। এমন পরিস্থিতিতেও আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলছেন, ঘোষণা অনুযায়ী শিল্ড হবেই। তাঁরা বেশ কয়েকটি ভালো দলের সঙ্গে কথা বলছেন। তবে কলকাতার তিনটি বড় দল লিগ না খেললে আদৌ সেটা হবে তো? প্রশ্ন থেকেই যাচ্ছে।
গত শনিবার আইএফএ শিল্ড নিয়ে বৈঠক হয় আইএফএ’তে। সেখানে ঠিক হয়, ৮ অক্টোবর থেকে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান, ডায়মন্ড হারবার-সহ ৬টি দল নিয়ে শুরু হতে চলেছে আইএফএ শিল্ড। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “তিনটে আই লিগ এবং তিনটে আইএসএল দল নিয়ে আইএফএ শিল্ড করার পরিকল্পনা রয়েছে। তিনটে আইএসএল দল মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান। তিন দলই সমর্থকপুষ্ট দল। এর বাইরে তিন আই লিগ দলও খেলবে। ডায়মন্ড হারবার এক্ষেত্রে আগ্রাধিকার পাবে। বাকি দুই দলের নাম আশা করি খুব শীঘ্র জানাতে পারব।”
সমস্যা হল, যে ৬ দল নিয়ে শিল্ড করতে চাইছেন আইএফ সচিব, সেই ৬ দলের মধ্যে ৩টিই এখনও খেলার ব্যাপারে নিশ্চয়তা দেয়নি। আবার বাকি কোন দলকে আইএফএ খেলাতে চাইছে সেটাও নিশ্চিত নয়। ফলে আইএফএ শিল্ড আদৌ হবে কিনা সংশয় তৈরি হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.