স্টাফ রিপোর্টার: শিল্ড ফাইনালে যদি ডার্বি হয় তাহলে বিতর্ক এড়াতে ভিন রাজ্যের রেফারি আনবে আইএফএ। এর আগেও ডার্বি ম্যাচে ভিন রাজ্যের রেফারি দেখা গিয়েছে। ফাইনাল ম্যাচটি শুরু হবে শনিবার সন্ধ্যা ছ’টায়।
আগে থেকেই আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছিলেন, যদি ফাইনালে দু’প্রধান ওঠে তাহলে ফাইনাল যুবভারতীতে হবে। গ্রুপ পর্বের ম্যাচগুলি দুপুর ২.৩০ থেকে শুরু হচ্ছে। শিল্ড ফাইনাল আকর্ষণীয় করতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। দুই প্রধান-সহ এবার শিল্ডে অংশ নিয়েছে মোট ছয়টি দল। শেষ মুহূর্তে মহামেডান খেলতে চায়নি শিল্ড। ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
দুই গ্রুপের শীর্ষে থাকা দল ফাইনাল খেলবে। শিল্ড ফাইনালে কোন দল খেলবে এখনও চূড়ান্ত না হলেও ফাইনালের টিকিট অনলাইনে বাজারে ছেড়ে দিয়েছে আইএফএ। রাজ্য ফুটবল সংস্থার আশা, ফাইনাল ডার্বি হলে স্টেডিয়াম ভর্তি হয়ে যাবে।
এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে বড় অঘটন না ঘটলে আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি হওয়ার সম্ভাবনা প্রবল। ইস্টবেঙ্গল ইতিমধ্যেই নিজেদের গ্রুপের দুটি ম্যাচ জিতে ফাইনালে খেলা নিশ্চিত করেছে। বুধবার মোহনবাগান ইউনাইটেড স্পোর্টসের মুখোমুখি হচ্ছে। ওই ম্যাচে ড্র করলেই ফাইনাল খেলা চূড়ান্ত করবে সবুজ-মেরুন শিবিরও। সেক্ষেত্রে ফাইনালে ভিনরাজ্যের রেফারি আসতে চলেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.