সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মেয়েদের ফুটবলে সোনালি দৌড় চলছে। পুরুষদের সিনিয়র দল পারেনি। অনূর্ধ্ব-২৩ দল অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে। কিন্তু মহিলাদের সিনিয়র দল এশিয়ান কাপের ছাড়পত্র পেয়েছে। এবার সেই পথে মেয়েদের অনূর্ধ্ব ১৭ দলও। উজবেকিস্তানের বিরুদ্ধে ২-১ গোলে জিতে ২১ বছর পর এশিয়ার মঞ্চে প্রবেশাধিকার অর্জন ভারতের মেয়েদের।
অনূর্ধ্ব ১৭ দলের জন্য কাজটা যথেষ্ট কঠিন ছিল। কারণ লড়াইটা ছিল উজবেকিস্তানের মাটিতে। ব্লু টাইগ্রেসদের অবশ্য ড্র করলেই চলত। তবে সেই লড়াইয়ে প্রথমে পিছিয়েও পড়ে ভারতের মেয়েরা। বিশকেকের ডোলেন ওমুরজাকভ স্টেডিয়ামে ৩৮ মিনিটে উজবেকিস্তানের শাখজোদা আলিখোনোভা গোল করে দলকে এগিয়ে দেয়। প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে একটা বদলই ম্যাচের মোড় বদলে দেয়। থান্ডামণি বাস্কেকে নামাতেই ম্যাচের রাশ চলে আসে জোয়াকিম আলেকজান্ডারসনের দলের হাতে।
৫৫ মিনিটে কার্যত একক প্রচেষ্টায় ভারতকে সমতায় ফেরায় থান্ডামণি। ৬৬ মিনিটে অনুষ্কা কুমারীর গোলের নেপথ্যেও থান্ডামণির অ্যাসিস্ট। শেষ পর্যন্ত ২-১ গোলে জেতে ভারতের অনূর্ধ্ব ১৭ মহিলা দল। গ্রুপ জি-তে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ২১ বছর পর এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করল ভারত। শেষবার ২০০৫ সালে এশিয়ান কাপে খেলেছিল অনূর্ধ্ব ১৭ দল। তখন অবশ্য ১১টি দল সরাসরি যোগ্যতা অর্জন করেছিল। আগামী বছর এই টুর্নামেন্ট হবে চিনে।
উল্লেখ্য, ঘরের মাঠে সিঙ্গাপুরের বিরুদ্ধে হেরে এশিয়ান কাপে যাওয়ার সুযোগ হারিয়েছে সিনিয়র পুরুষ দল। গোলপার্থক্যের জন্য অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পায়নি ভারত। কিন্তু সঙ্গীতা বাসফোরের গোলে থাইল্যান্ডকে ২-১ হারিয়ে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে ভারতের মহিলা দল। এবার অনূর্ধ্ব-১৭ দলও সেই সাফল্য পেল।
! ⚽️
— Indian Football (@IndianFootball)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.