স্টাফ রিপোর্টার: কাফা নেশন্স কাপে এখনও একটি ম্যাচ বাকি ভারতের। বৃহস্পতিবার মোকাবিলা আফগানিস্তানের সঙ্গে। যা কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচ। কিন্তু তার আগে বড়সড় ধাক্কা খালিদ জামিলের জন্য। নেশনস কাপ থেকে ছিটকে গেলেন ভারত অধিনায়ক সন্দেশ জিঙ্ঘান। তিনি দেশে ফিরে আসছেন।
সোমবার ইরানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোয়ালে চোট পান সন্দেশ। চোট নিয়েই পুরো ম্যাচ খেলেন তিনি। ভারতীয় শিবির সূত্রে খবর, ম্যাচের পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে স্ক্যানের পর দেখা গিয়েছে সন্দেশের চোয়াল ভেঙে গিয়েছে। তাঁর ছিটকে যাওয়া ভারতের কাছে বিরাট ধাক্কা। ভারত প্রতিযোগিতার পরবর্তী ম্যাচ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। জিততে পারলে পরের পর্বে ওঠার একটা সুযোগ রয়েছে।
খালিদের হাত ধরে ভারতীয় ফুটবল দল যে নতুন স্বপ্ন দেখছে, তার অন্যতম কারিগর সন্দেশ। কাফা কাপের দুটো ম্যাচেই অসাধারণ পারফর্ম করেছেন। তাজিকিস্তানের বিরুদ্ধে ম্যাচে গোল করেছেন। রক্ষণকে নেতৃত্ব দিয়েছেন। ইরানের বিরুদ্ধে ম্যাচ হারলেও দীর্ঘসময় পর্যন্ত রক্ষণ আগলেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে তিনি ডিফেন্সে থাকলে হয়তো খালিদ আরেকটু আক্রমণাত্মক খেলার ঝুঁকি নিতে পারতেন।
ফলে তাঁর না থাকাটা ভারতীয় কোচ খালিদ জামিলকে সমস্যায় ফেলল। সেক্ষেত্রে আনোয়ারের সঙ্গে রক্ষণে দেখা যেতে পারে রাহুল ভেকেকে। বিকল্প হিসেবে থাকবেন চিংলেনসানা সিং। এবার দেখার সন্দেশকে ছাড়া আফগানদের বিরুদ্ধে জিতে পরের রাউন্ডে ভারত যেতে পারে কি না?
Update
Defender Sandesh Jhingan had sustained an injury during India’s match against IR Iran, and has been ruled out of the remaining matches.
He will return to India today. ⚽
— Indian Football Team (@IndianFootball)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.