সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিছিয়েই চলেছে ভারতের ফুটবল। বৃহস্পতিবারের প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে তিন ধাপ নেমে গেল ভারত। সদ্য প্রকাশিত ফিফার ক্রমতালিকায় ভারতের র্যাঙ্কিং ১২৪।
২০১৭ সালের পরে এত খারাপ র্যাঙ্কিং আর হয়নি ভারতীয় ফুটবলের। সাত বছর আগে ভারতের র্যাঙ্কিং ছিল ১৩২। এবার র্যাঙ্কিংয়ে তার প্রায় কাছাকাছি পৌঁছল ভারত।
সদ্য ভারতীয় দলের চাকরি খুইয়েছেন ইগর স্টিমাচ। তাঁর চাকরি যাওয়ার পরে প্রকাশ্যে এল ফিফার র্যাঙ্কিং। ভারতের এই অধোগতির পিছনে রয়েছে সাম্প্রতিক হতশ্রী পারফরম্যান্স।
বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ভারত লজ্জাজনক পারফরম্যান্স করেছে। তৃতীয় রাউন্ডে পৌঁছতে পারেননি গুরপ্রীতরা। তার পরই চাকরি হারাতে হয় স্টিমাচকে। চাকরি হারানোর পর থেকে স্টিমাচের নিশানায় ভারতীয় ফুটবল ফেডারেশন। ২০১৯ সালে ভারতীয় দলের দায়িত্ব নেন স্টিমাচ। পাঁচ বছরে স্টিমাচের কোচিংয়ে চারটি খেতাব জেতে ভারত। স্টিমাচের কোচিংয়ে গত বছরের জুলাইয়ে ভারত প্রথম একশোয় ঢুকে পড়েছিল ভারতীয়। কিন্তু তার পর থেকে ভারতীয় ফুটবল ক্রমশ পিছোতেই থাকে। শেষ ১২টি ম্যাচের মধ্যে ৯টিতেই হার মানে ভারত। এর মধ্যে এএফসি এশিয়ান কাপে গ্রুপ পর্বের সবকটি ম্যাচই হারতে হয়েছে ভারতকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.