Advertisement
Advertisement
India Football Team

দুরন্ত লড়াই ইসরাফিলদের, সঞ্জয় সেনের ভারতসেরা বাংলার বিরুদ্ধে কোনও মতে জয় ভারতের

বাংলার ফুটবলারদের পারফরম্যান্সে খুশি কোচ সঞ্জয় সেন।

India Football team narrow wins against Bengal's Santosh Trophy winning team in a friendly match
Published by: Arpan Das
  • Posted:May 26, 2025 8:30 pm
  • Updated:May 26, 2025 8:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে খেলতে নামবে ভারত। সেখানে প্রতিপক্ষ হংকং। তার আগে প্রস্তুতি ম্যাচ রয়েছে থাইল্যান্ডের বিরুদ্ধে। বিদেশি প্রতিপক্ষের সঙ্গে কী ফল হবে সেটা তো পরের কথা। সোমবার বাংলার ঘরের ছেলেদের বিরুদ্ধে কোনও মতে জিতলেন সন্দেশ ঝিঙ্ঘানরা। সঞ্জয় সেনের প্রশিক্ষণাধীন সন্তোষ জয়ী দলের বিরুদ্ধে মানোলো মার্কেজের ফুটবলাররা জয় পেল ২-১ গোলে।

Advertisement

সেই বাংলা দল, যারা গত বছরের শেষে দুরন্ত পারফর্ম করে সন্তোষ জিতেছে। তাঁদের অনেকে সুযোগ পেয়েছেন আইএসএলের দলে, অনেকে এখনও সুযোগ পাননি। কিন্তু ভারতের জাতীয় দলের বিরুদ্ধে লড়াই করে যেন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন, তাঁরাও ‘যোগ্য’। ব্লু টাইগার্সদের এগিয়ে দেন ব্র্যান্ডন ফার্নান্দেজ ও আশিক কুরিনিয়ান। বাংলার হয়ে দুরন্ত গোলে সমতা ফেরান ইসরাফিল দেওয়ান। হতে পারে প্রস্তুতি ম্যাচ, কিন্তু সঞ্জয় সেনের বাংলার বিরুদ্ধে যথেষ্ট লড়াই করে জিততে হল ভারতীয় দলকে। তাও নরহরি শ্রেষ্ঠা, অমরনাথ বাস্কেরা সহজ গোলের সুযোগ হাতছাড়া না করলে বাংলা দল জিততেও পারত।

এমন নয় যে, ‘দুর্বল’ বল নামিয়েছিলেন মানোলো। গোলকিপার ছিলেন অমরিন্দর সিং। সন্দেশ, আনোয়ার, শুভাশিসদের নিয়ে সাজানো রক্ষণভাগ। মাঝমাঠে আপুইয়া, ব্র্যান্ডন, আশিকরা ছিলেন। আক্রমণে মনবীর, সঙ্গে প্রথমবার জাতীয় শিবিরে যোগ দেওয়া সুহেল ভাট। তবে এই ম্যাচে খেলেননি সুনীল ছেত্রী আর রাহুল ভেকে। বিপক্ষে মোটামুটি সন্তোষ জয়ী দলটিকেই রেখেছিলেন কোচ সঞ্জয় সেন। প্রথম একাদশে ছিলেন মনোতোষ মাঝি, রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠারা। বাংলা কোচ সঞ্জয় সেন এই ফলাফলে খুশি। তিনি বলেন, “ছেলেরা খুবই ভালো ফুটবল খেলেছে। এখন বুঝলাম ওরা কেন তিন চারদিনের প্রস্ততিতেও এই ম্যাচটা খেলতে চেয়েছিল। জাতীয় কোচের সামনে খেলাটাও একটা বিষয়। নরহরিরা যদি সহজ সুযোগগুলো কাজে লাগাতে পারত তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। এই ধরনের ম্যাচ থেকে ছেলেদের ভালো খেলাটাই প্রাপ্তি। আমি মনে করি মালদ্বীপের থেকেও ভালো প্রস্তুতি ম্যাচ পেল ভারত। শুনলাম, আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলবে বলে মানোলো রাহুল ভেকে, সুনীলকে খেলায়নি। তবে আমি যে ষোলজনকে পেয়েছিলাম সবাইকেই সুযোগ দিয়েছি এই ম্যাচে।”

উল্লেখ্য, কলকাতায় এক সপ্তাহ ধরে প্রস্তুতি শিবির ছিল মানোলো মার্কুয়েজের ভারতের। সুনীলদের সামনে ৪ জুন থাইল্যান্ডের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে। তারপর এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের হংকং ম্যাচ খেলতে নামবেন। সেখানে তিনদিনের অনুশীলনে এই ম্যাচ খেলতে নেমেছিল সন্তোষজয়ী দল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement