সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাফা কাপে ব্রোঞ্জ জিতেও ফিফা র্যাঙ্কিংয়ে অবনমন ঘটেছিল ভারতের। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভরাডুবির পর সেই দশা অব্যাহত সুনীল ছেত্রীদের। ফিফা ক্রমতালিকায় আরও দুই ধাপ নেমে ভারতের বর্তমান র্যাঙ্কিং ১৩৬। যা গত ৯ বছরে ভারতের সবচেয়ে খারাপ র্যাঙ্কিং।
কাফা নেশনস কাপে ভালো খেলেছিল ভারত। দায়িত্ব দিয়ে দলকে সাফল্য এনে দিয়েছিলেন খালিদ জামিল। কিন্তু সেই ‘পুনর্মুষিক ভব’ দশা ভারতীয় ফুটবলের। এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে সিঙ্গাপুরের বিরুদ্ধে একটি ম্যাচে ড্র ও একটি ম্যাচে হেরেছে ভারত। যার ফলে এশিয়ান কাপে খেলার আশা শেষ। আর সেই সঙ্গে র্যাঙ্কিংয়ে পতন ঘটে ভারত এখন আছে ১৩৬ তম স্থানে।
২০১৬ সালের ২৪ নভেম্বর মাসের পর এটাই ভারতের সবচেয়ে খারাপ র্যাঙ্কিং। দুর্দশার কথা ধরলে, ২০২৩-র পর ব্লু টাইগাররা আর সেরা ১০০-র মধ্যে ঢোকেনি। তারপর স্টিমাচ গিয়েছেন, মানোলো মার্কেজ গিয়েছেন, খালিদ জামিল এসেছেন। র্যাঙ্কিংয়ে এবারও পরিস্থিতির উন্নতি হল না। সেখানে প্রতিবেশী দেশ বাংলাদেশ একধাপ উঠেছে। তবে হামজা চৌধুরীরাও এশিয়ান কাপে খেলার ছাড়পত্র পায়নি।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে স্পেন। একধাপ উঠে দ্বিতীয়স্থানে আছে আর্জেন্টিনা। পতন ঘটেছে ফ্রান্স ও ব্রাজিলের। প্রথম দশের দেশগুলি হল, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস, ব্রাজিল, বেলজিয়াম, ইটালি ও জার্মানি।
Current Men’s world ranking ahead of the
— Drew Young (@DrewYoungRadio)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.