Advertisement
Advertisement
CAFA Cup

আফগানিস্তানের সঙ্গে ড্র করেও কাফা কাপের পরের পর্বে ভারত

ইরান-তাজিকিস্তান ম্যাচ ড্র হতেই ভারত কোয়ালিফাই করল পরের রাউন্ডে।

India in CAFA Cup knockouts despite draw with Afghanistan team
Published by: Biswadip Dey
  • Posted:September 4, 2025 11:27 pm
  • Updated:September 4, 2025 11:46 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাফা নেশনস কাপের জরুরি ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ড্র করায় সংশয় তৈরি হয়েছিল। কিন্তু ইরান-তাজিকিস্তান ম্যাচও ড্র হতেই ভারত কোয়ালিফাই করল পরের রাউন্ডে। ‘ব্লু টাইগার্স’রা খেলবে তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে।

Advertisement

এদিনের ম্যাচে ৩৮ মিনিটে মহম্মদ মোহেবির গোলে তাজিকিস্তানের বিরুদ্ধে এগিয়ে যায় ইরান। দ্বিতীয়ার্ধের ২ মিনিটের মাথায় মহম্মদ মোহেবির দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। কিন্তু এরপর ম্যাচে ফেরে তাজিকিস্তান। ৫৮ মিনিটে শাহরম সামিয়েভের গোলে ব্যবধান কমানোর পরে ৭৮ মিনিটে জোইর জোরাবোয়েভের গোলে ২-২ করে ফেলে তারা। শেষপর্যন্ত ম্যাচ ড্র হয়ে যাওয়ায় তাজিকিস্তান ও ভারত উভয় দলেরই তিন ম্যাচে প্রাপ্ত পয়েন্ট দাঁড়ায় ৪। কিন্তু হেড টু হেডের বিচারে তাজিকিস্তানকে পিছনে ফেলে দিয়ে পরের রাউন্ডে চলে গেল ভারত। ৮ সেপ্টেম্বর তৃতীয় স্থান নির্ধারণী প্লে অফে তারা নামবে গ্রুপ এ’র রানার্স দলের বিরুদ্ধে। এদিকে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ফাইনালে পৌঁছনো ইরান একই দিনে ফাইনালে খেলবে গ্রুপ এ’র চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে।

ভারত যে পরের রাউন্ডে যেতে পারবে, এই আশা ক্ষীণ হয়ে গিয়েছিল আফগানিস্তানের সঙ্গে ড্র করায়। লিগ টেবলের একেবারে শেষে থাকা দলের বিরুদ্ধেও আক্রমণাত্মক মেজাজে শুরুতে খেলতে পারেননি ভারতীয় স্ট্রাইকাররা। বরং ২৩ মিনিটে এগিয়েও যেতে পারত আফগানিস্তান। তা হয়নি। তবু ৩৩ মিনিটে সুযোগ পেয়ে গিয়েছিল ভারতও। বাঁ দিক থেকে দারুণ গতিতে আফগান রক্ষণে ঢুকে পড়েছিলেন আশিক কুরুনিয়ন। শেষমেশ বলের দখল হারান। ৪৩ মিনিটেও সুযোগ পেয়েছিল ভারত। এক্ষেত্রেও কাজের কাজ হয়নি। গোল আসেনি পরের অর্ধেও। তবে এই সময় কিছুটা আক্রমণাত্মক ফুটবল দেখা গিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তেকাঠিতে বল প্রবেশ অধরা থেকে যাওয়ায় ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় খালিদ জামিলের ছেলেদের। স্বাভাবিক ভাবেই এরপর তাকিয়ে থাকতে হচ্ছিল ইরান-তাজিকিস্তান ম্যাচের দিকে। আর সেই ম্যাচ ড্র হতেই পরিস্থিতি বদলে গেল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ