Advertisement
Advertisement
India team

বাংলার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ সুনীলদের, ঘুরিয়ে-ফিরিয়ে ফুটবলারদের দেখে নিতে চান মানোলো

ভারতীয় দলকে যতটা সম্ভব ভালো লড়াই দিতে চান সঞ্জয় সেনের ছাত্ররা।

India team to play warm up match against Sanotsh winning Bengal

ছবি: সোশাল মিডিয়া

Published by: Anwesha Adhikary
  • Posted:May 26, 2025 12:18 pm
  • Updated:May 26, 2025 12:18 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সপ্তাহের শিবির চলার পর সোমবার বাংলার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে মানোলো মার্কুয়েজের ভারত। আপাতত থাইল্যান্ডে ফ্রেন্ডলি খেলতে যাওয়ার আগে এই প্রস্তুতি ম্যাচটা যথেষ্টই গুরুত্বপূর্ণ ভারতীয় শিবিরের কাছে।

Advertisement

প্রথমত কোচ মানোলো দল সেট করার জন্য কলকাতায় প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিলেন। আপাতত দু’টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়েছে। প্রথম ম্যাচটাই সন্তোষ জয়ী বাংলা দলের বিরুদ্ধে। এই প্রস্তুতি ম্যাচটা আবার সুহেল ভাট, নিখিল প্রভুদের মতো তরুণদের সামনে নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ। দলের সঙ্গে থাইল্যন্ডগামী বিমানে উঠতে হলে নিজেকে প্রমাণ করতে হবে এই ম্যাচগুলোতেই। অন্যদিকে আইএসএল শেষ হওয়ার পর কিছু ফুটবলারও অনেকদিন প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে রয়েছেন। এই ম্যাচেই নিজেদের অবস্থাটাও বুঝে নিতে পারবেন তাঁরা।

সুনীলদের সামনে ৪ জুন থাইল্যান্ডের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে। তারপর এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের হংকং ম্যাচ খেলতে নামবেন। তাই সোমবারের প্রস্তুতি ম্যাচে দলের সব ফুটবলারকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর ভাবনা-চিন্তা রয়েছে ভারতীয় কোচের। প্রয়োজনে প্রথমার্ধে এক সেট ফুটবলার খেলার পর দ্বিতীয়ার্ধে আরেক সেট ফুটবলারদের নামাতে পারেন মানোলো। সুনীলদের বিপক্ষে খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছে বাংলা শিবির। রবি হাঁসদা, চাকু মান্ডিদের সামনে হঠাৎ করেই এই সুযোগটা এসে যাওয়ায় বাংলার ফুটবলাররা উচ্ছ্বসিত। মরশুম শেষ হয়ে গেলেও এই ম্যাচ খেলার কথা জানতে পেরে সঞ্জয় সেনের ডাকা তিন দিনের অনুশীলনে যোগ দিয়েছেন নরহরি শ্রেষ্ঠারা।

কোচ সঞ্জয় সেন বলছেন, ‘তিনদিনের অনুশীলনে ভালো ফল কতটা হবে জানি না। জাতীয় কোচের সামনে খেলার সুযোগ এসে গিয়েছে রবিদের। ফলাফলের থেকেও আমার মাথায় ঘুরছে ভারতীয় দলকে যতটা সম্ভব ভালো লড়াই দিতে পারার বিষয়টা। মানোলোও এই ম্যাচে একাধিক পরিবর্তন করবেন জানি। সব ফুটবলারকে দেখে নিতে চাইবেন। আমার হাতে অত সংখ্যক ফুটবলার না থাকলেও লড়াই হাড্ডাহাড্ডি হবে।” মঙ্গলবার নৈহাটিতে উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় দলের। সূত্রের খবর, ম্যাচটি নৈহাটি স্টেডিয়ামের বদলে রাজারহাটে সেন্টার ফর এক্সিলেন্সে হতে চলেছে। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভারত। পরের পর্বে যেতে হলে আগামী ম্যাচগুলো যথেষ্টই গুরুত্বপূর্ণ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ