Advertisement
Advertisement
Fifa Friendly

ফিফা ফ্রেন্ডলিতে আজ থাইল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত, হংকং ম্যাচের প্রস্তুতি সারতে চান মানোলো

গত দুটি ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে ধারাবাহিকতা দেখিয়েছে ভারত।

India to face Thailand in Fifa International Friendly
Published by: Subhajit Mandal
  • Posted:June 4, 2025 2:09 pm
  • Updated:June 4, 2025 2:54 pm   

স্টাফ রিপোর্টার: কলকাতা থেকে দুটো প্রস্তুতি ম্যাচ খেলে থাইল্যান্ড উড়ে এসেছে ভারতীয় দল। দুটো ম্যাচে জিতলেও খুব একটা আহামরি ফলাফল বলা যাবে না। তবে ১০ জুন এশিয়ান কাপ যোগ্যতাপর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে বুধবার থাইল্যান্ডের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলিটা অ্যাসিড টেস্ট হতে চলেছে ভারতের সামনে। আপাতত কলকাতা থেকে থাইল্যান্ডে উড়ে এসে চার দিন অনুশীলনের সুযোগ পেয়েছেন সুনীল ছেত্রীরা।

Advertisement

গত দুটি ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে ধারাবাহিকতা দেখিয়েছে ভারত। তবে সেই দুই জয়ের পিছনে সুনীল ছেত্রীর দুরন্ত ফর্ম অনেকাংশে উল্লেখযোগ্য ছিল। এবার পরিস্থিতি ভিন্ন। অভিজ্ঞ সুনীল ক্লাবস্তরে সফল হলেও আগের সুনীল ছেত্রীকে পাওয়া যে সম্ভব নয়, তা ভালোভাবেই জানেন জাতীয় কোচ মানালো। পাশাপাশি সুনীলের বিকল্পও এই মুহূর্তে মানোলোর হাতে নেই। থাইল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতের কোচ মানোলো মার্কেজ বলেন, “হংকং ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এই ম্যাচটা আমাদের জন্য ভালো একটা সুযোগ। দু’দলই একই পরিস্থিতিতে মাঠে নামছি।”

মানলোর কথায়, “থাইল্যান্ডও প্রস্তুত হচ্ছে তুর্কমেনিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে। আমরা দুই দলই একই জায়গায় অবস্থান করছি। আমার মনে হয়, দুই দলের কাছেই এটা ভালো একটা প্রস্তুতি ম্যাচ হতে চলেছে।”

আজ ফিফা ফ্রেন্ডলিতে
থাইল্যান্ড বনাম ভারত পাথুম, সন্ধ্যা ৬.০০
সরাসরি ফ্যানকোড অ্যাপে

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ