Advertisement
Advertisement
India vs Mongolia

মঙ্গোলিয়াকে নিয়ে ‘মেয়েখেলা’, ১৩ গোলে এশিয়া কাপের কোয়ালিফায়ার শুরু ভারতের মহিলাদের

একাই পাঁচ গোল প্যায়ারি জাজার।

India Womens team beat Mongolia in AFC Women's Asian Cup Qualifiers
Published by: Arpan Das
  • Posted:June 23, 2025 5:01 pm
  • Updated:June 23, 2025 5:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন কার্যত ‘মেয়েখেলা’। মহিলাদের এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বের প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ১৩-০ গোলে হারাল ভারতের মহিলা দল। হ্যাঁ, ঠিকই পড়েছেন। পুরুষ দল যেখানে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ধুঁকছে, সেখানে আশার আলো মহিলা দলের পারফরম্যান্সে। তার মধ্যে ৫টি গোল করেন প্যায়ারি জাজা।

থাইল্যান্ডের চিয়ান মাই স্টেডিয়ামে শুরু থেকেই দাপট ছিল ভারতীয় মহিলা দলের। ১২৬ নম্বর র‍্যাঙ্কিংয়ে থাকা মঙ্গোলিয়া দল কোনওভাবেই রিম্পা হালদারদের বিপদে ফেলতে পারেনি। ভারতের হয়ে প্রথম গোলটি করেন সঙ্গীতা বাসফোর। ৮ মিনিটে তিনি এগিয়ে দেওয়ার পর যেন আর কোনও বাধা ছিল না ভারতের মেয়েদের কাছে। ২০ মিনিটে দ্বিতীয় গোলটি সৌম্য গুগুলোথের। ২৯ ও ৪৫ মিনিটে গোল করেন প্যায়ারি জাজা। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় ব্লু টাইগ্রেসরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফের গোল করেন প্যায়ারি। তারপরের দশ মিনিটের মধ্যে আরও দুটি গোল করেন তিনি। সব মিলিয়ে পাঁচটি গোল করেন প্যায়ারি। ৫৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন সৌম্য। ৬৭ মিনিটে রিম্পা, ৭১ মিনিটে মালবিকা ও ৭৫ মিনিটে গ্রেস ডাংমেই পেনাল্টি থেকে গোল করেন। ৭৩ ও ৮৬ মিনিটে দুটি গোল করে যান প্রিয়দর্শিনীও। সব মিলিয়ে ফলাফল দাঁড়ায় ১৩-০। তবে এটা ভারতীয় মহিলা দলের সর্বোচ্চ জয় নয়। ২০১০ সালে ভুটানকে ১৮-০ গোলে হারিয়েছিল ভারত।

মঙ্গোলিয়ার বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ ছাড়াও ভারত ২৯ জুন তিমুর লেস্টে, ২ জুলাই ইরাক ও ৫ জুলাই চিয়াং মাই স্টেডিয়ামে থাইল্যান্ডের মুখোমুখি হবে। ভারতের র‍্যাঙ্কিং এই মুহূর্তে ৭০। তিমুর লেস্ট দাঁড়িয়ে ১৫৮ তম স্থানে। আর থাইল্যান্ড রয়েছে ৪৬ তম স্থানে। ভারতীয় মহিলা দলের কাছে গত কয়েক দশকের ব্যর্থতা থেকে বেরিয়ে আসার শুরুটা ভালোই হল। ২০২২ সালে দেশের মাটিতে এশিয়ান কাপ আয়োজন হলেও কোভিডের কারণে একাধিক ফুটবলার সংক্রামিত হওয়ায় ভারতীয় দলকে প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করতে হয়েছিল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement