ফাইল ছবি।
স্টাফ রিপোর্টার: সুপার কাপ সেইভাবে সাফল্যের মুখ না দেখায় ফেডারেশন ভাবনা চিন্তা শুরু করে দিয়েছিল ফেডারেশন কাপকে ফিরিয়ে আনার। সেইমত এফএসডিএলের সঙ্গে কথা বলেই সুপার কাপের জন্য স্লট রাখা হয়েছিল সেপ্টেম্বরের ১-২০ তারিখ পর্যন্ত। কিন্তু সুপার কাপকে সরিয়ে ফেডারেশন কাপকে আনলেও ওই একই সময়ে আইএসএলের সব গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাওয়া যাবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আর যদি আইএসএলের সেরা ফুটবলাররা না খেলতে নামেন এই প্রতিযোগিতায় তাহলে নাম বদল করে ফেডারেশন কাপ করলেও বৈচিত্র্য আনতে পারবে না ফেডারেশন।
কেন আইএসএলের সেরা ফুটবলারদের পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে? কারণ, ১-৯ সেপ্টেম্বরেই রয়েছে ফিফা উইন্ডো। এখনও পর্যন্ত সেই উইন্ডোতে ভারতের ম্যাচ না থাকলেও, ফিফা উইন্ডোতে ম্যাচ না খেললে জাতীয় দলের র্যাঙ্কিংয়ে প্রভাব পড়তে পারে। তাই সুপার কাপের জন্য কী গুরুত্বপূর্ণ এই ফিফা উইন্ডো ব্যবহার করবে না ফেডারেশন? সেটা অবশ্যই বড় প্রশ্ন। একটি উইন্ডোতে সর্বোচ্চ দুটি ম্যাচ খেলতে পারে একটি দেশ। যদি এই উইন্ডোতে জাতীয় দলের জন্য দুটি ম্যাচের আয়োজন করা হয় তাহলে পুরো টুর্নামেন্টে জাতীয় দলের ফুটবলারদের পাওয়া সম্ভব নাও হতে পারে। তার উপর ১-৯ অক্টোবরের উইন্ডোতেই আবার রয়েছে ভারতের অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বের ম্যাচ। দেশের সেরা অনূর্ধ্ব ২৩ ফুটবলাররা ব্যস্ত থাকবেন সেই প্রতিযোগিতাতে। যদিও গত কয়েক বছর ধরেই সুপার কাপে একাধিক আইএসএল দল নিজেদের সেরা দল পাঠায়নি। সেই দিক থেকে দেখলে এবারও যদি ফেডারেশন কাপ ফিরে আসে তাহলেও কতটা জৌলুস ফিরবে তা নিয়ে এখনও পরিস্কার কোনও চিত্র ফুটে ওঠেনি। অথচ এই প্রতিযোগিতা যে দল জয়ী হয় তারা এএফসির স্লট পায়। অর্থাৎ এই প্রতিযোগিতা জিতলে এশিয়া স্তরে খেলতে যাওয়ার সুযোগ থাকে ক্লাবদলগুলোর সামনে। অথচ সেই স্তরের একটা প্রতিযোগিতাকে ঠিকঠাকভাবে উপস্থাপনা করতেই হিমশিম খাচ্ছে ফেডারেশন।
এতদিন মরশুমের প্রথম টুর্নামেন্ট হিসাবে থাকত ডুরান্ড কাপ। সেই প্রতিযোগিতা খেলেই দলগুলো আইএসএল খেলতে নামত, ফলে ডুরান্ড কাপকে আইএসএলের প্রস্তুতি টুর্নামেন্ট হিসাবে দেখত দলগুলো। আর সুপার কাপ হত মরশুমের শেষের দিকে। ফলে দলগুলো এই প্রতিযোগিতা খেলতে উৎসাহ হারিয়ে ফেলত। সেই দিক বিবেচনা করেই এই প্রতিযোগিতাকে আইএসএলের আগে করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এবারের আইএসএল শুরু হওয়ার সম্ভাবনা অক্টোবরে। এখনও পর্যন্ত যদিও সুপার কাপ নাকি ফেডারেশন কাপ কী হবে তা চূড়ান্ত ঘোষণা করতে পারেনি ফেডারেশন। তবে পরিকল্পনার স্তরে অনেক কিছুই ভাবছেন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.