দুলাল দে: বাবা হচ্ছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। সোমবার ইন্টার কন্টিনেন্টাল কাপে ভানুয়াতুর বিরুদ্ধে গোল করে নিজের সেলিব্রেশনের মধ্যে দিয়েই বুঝিয়ে দিলেন, শীঘ্রই তাঁর সংসারে আসতে চলেছে নতুন সদস্য।
সোমবার ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে ভানুয়াতুর বিরুদ্ধে সুনীলের গোলেই জেতে ভারত। দ্বিতীয়ার্ধে গোল করে জার্সির ভিতর হাত ঢুকিয়ে দেন তিনি। এরপর ঠিক যেভাবে সন্তানকে কোলে নিয়ে দোল খাওয়ানো হয়, সেভাবেই হাতটি নাড়ান। আর এর মধ্যে দিয়েই বুঝিয়ে দেন শীঘ্রই বাবা হতে চলেছেন তিনি। তবে সেলিব্রেশন এখানেই শেষ হয়নি। ম্যাচ দেখতে কলিঙ্গ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন স্ত্রী সোনম ভট্টাচার্য। তাঁর দিকে ভালবাসায় ভরা চুমুও ছুঁড়ে দেন।
এরপরই সোনমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করেন যে সত্যিই তাঁদের সংসারে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে। ম্যাচের শেষেও সুনীলের মুখে ছিল হাজার ওয়াটের হাসি। ম্যাচ জয়ের পাশাপাশি বাবা হতে চলা সুনীলকেও শুভেচ্ছা জানান সঞ্চালক। সুনীল হেসে বলেন, “সকলের আশীর্বাদ সঙ্গে থাকলেই আমি খুশি।”
২০১৭ সালের ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েছিলেন সুনীল ছেত্রী। দীর্ঘদিনের প্রেমিকা তথা কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যের মেয়ে সোনমের সঙ্গেই চারহাত এক হয় ভারতীয় স্ট্রাইকারের। তার পর থেকে জীবনের সমস্ত চড়াই-উতরাইয়ে পরস্পরের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। বিয়ের প্রায় সাড়ে পাঁচ বছর পর তাঁদের সংসার ,আলো করে আসছে সন্তান। ছেত্রী পরিবারে এখন থেকেই যার জন্য অপেক্ষা শুরু হয়ে গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.