Advertisement
Advertisement
Indian National Football Team

এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রস্তুতিই লক্ষ্য, প্রীতি ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি ভারত

ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারত রয়েছে ১২৭তম স্থানে।

Indian National Football Team to face Thailand in FIFA International Friendly match in June

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:April 30, 2025 5:52 pm
  • Updated:April 30, 2025 5:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ জুন এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। যদিও তার আগে ৪ জুন, থাইল্যান্ডের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে দেখা যাবে ভারতকে। পাথুম স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচটি। 

Advertisement

থাইল্যান্ড ম্যাচটিকে হংকং ম্যাচের প্রস্তুতি হিসেবে দেখছে ভারতীয় শিবির। জানা গিয়েছে, ১৮ মে কলকাতায় প্রস্তুতি শিবির শুরু করবে ভারত। ১১ দিনের প্রস্তুতি সেরে ২৯ মে থাইল্যান্ড উড়ে যাবে ‘ব্লু টাইগার্স‌’। ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে হংকংয়ের বিরুদ্ধে নামার আগে দলের শক্তি দুর্বলতা যাচাই করে নিতে পারবেন ভারতীয় কোচ মানোলো মার্কুয়েজ।

উল্লেখ্য, এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আগের ম্যাচে শিলংয়ে বাংলাদেশের বিরুদ্ধে ড্র করেছিল ভারত। ওই ম্যাচের পর মার্কুয়েজ বলেছিলেন, “আমরা একেবারে ভালো খেলিনি। আমি হতাশ, রেগেও আছি। আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে। এত খারাপ খেলার পর আমার মুখে কোনও ভাষা নেই। হয়তো ভারতীয় ফুটবলের এটাই বাস্তব।”

ভারত এবং থাইল্যান্ড একে অপরের মুখোমুখি হয়েছে ২৬ বার। ভারত জয়ী হয়েছে সাতটিতে। ১২ বার জয়ের স্বাদ পেয়েছে ‘চ্যাংসুয়েক’। বাকি সাত ম্যাচ ড্র। ভারত শেষ দু’টি ম্যাচে জিতেছে। দু’টি ম্যাচই হয়েছিল ২০১৯ সালে। আবু ধাবিতে এএফসি এশিয়ান কাপে ৪-১ গোলে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল ভারত। এরপর বুড়িরামে ১-০ গোলে থাইল্যান্ডকে হারিয়ে কিংস কাপে ব্রোঞ্জ পদক জিতেছিল ভারত। ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারত রয়েছে ১২৭তম স্থানে। অন্যদিকে থাইল্যান্ডের র‌্যাঙ্ক ৯৯।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ