Advertisement
Advertisement
Indian women's football team

এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের পুরস্কার, ফিফা র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ উঠে এলেন ব্লু টাইগ্রেসরা

গত দু'বছরের মধ্যে এটাই ভারতীয় মহিলা দলের সর্বোচ্চ র‍্যাঙ্কিং।

Indian women's football team moves up seven places in FIFA rankings

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:August 7, 2025 7:08 pm
  • Updated:August 7, 2025 7:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: র‍্যাঙ্কিংয়ে ভারতের থেকে অনেক উপরে থাকা শক্তিশালী থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে ভারতীয় মহিলা ফুটবল দল। এর পুরস্কার হাতেনাতে পেলেন ব্লু টাইগ্রেসরা। সদ্য প্রকাশিত ফিফার ক্রমতালিকায় সাত ধাপ উঠে এল ভারতীয় মহিলা ফুটবল দল।

Advertisement

এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আগে ভারতের র‍্যাঙ্ক ছিল ৭০। আর এখন সাত ধাপ এগিয়ে নীল বাঘিনীরা পৌঁছে গেলেন ৬৩-তে। দু’বছরের মধ্যে যা ভারতীয় মহিলা দলের সর্বোচ্চ র‍্যাঙ্কিং।

মহিলাদের এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বে দুরন্ত ফুটবল উপহার দিয়েছে ভারতীয় মহিলা দল। প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ১৩-০ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন ভারতের মেয়েরা। ইরাককে ৫-০ গোলে হারিয়ে থাইল্যান্ডের বিরুদ্ধে নেমেছিলেন সঙ্গীতা বাসফোর, মনীষা কল্যাণরা। কার্যত ‘ফাইনাল’ সেই ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডকে হারায় ভারত। আর তারপরেই সামনের বছর অস্ট্রেলিয়ায় হতে চলা এশিয়ান কাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়ে যায় ভারতীয় মহিলা দল।

২০০৩ সালে শেষবার যোগ্যতার ভিত্তিতে মহিলা এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছিল। ২০২২ সালে আয়োজক দেশ হিসেবে এশিয়ান কাপ খেলে ভারত। এরপর আবার এশিয়ান কাপের মূলপর্বে খেলতে দেখা যাবে ‘নীল বাঘিনী’দের। সি গ্রুপে রয়েছেন ব্লু টাইগ্রেসরা। জাপান ছাড়াও ভারতকে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হতে হবে ভিয়েতনাম এবং চাইনিজ তাইপেইয়ের সঙ্গে। এখন দেখার, সেখানে ভারতীয় মহিলা দল কেমন খেলে? তবে র‍্যাঙ্কিংয়ের উত্থানে ভারতীয় ফুটবল মহলে খুশির হাওয়া। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ