Advertisement
Advertisement
CAFA Nations Cup

তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে শুধু ওমান নয়, খালিদকে চিন্তায় রাখছেন কুইরোজও

খালিদের আশার বিষয় দলের সাম্প্রতিক কালের পারফরম্যান্স।

India's only opponent in the third-place match of the CAFA Nations Cup is Oman today
Published by: Prasenjit Dutta
  • Posted:September 8, 2025 10:00 am
  • Updated:September 8, 2025 10:00 am  

স্টাফ রিপোর্টার: সোমবার কাফা নেশনস কাপের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ভারতের সামনে ওমান। এই ম্যাচে ভারতের থেকে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫৪ ধাপ উপরে থাকা প্রতিপক্ষ ওমান শুধু নয়, ভারতের কোচ খালিদ জামিলের চিন্তার বিষয় ওমানের বিশ্ববন্দিত কোচ কার্লোস কুইরোজ।

Advertisement

তবে এই ম্যাচে নামার আগে খালিদের আশার বিষয় দলের সাম্প্রতিক কালের পারফরম্যান্স। এই প্রতিযোগিতায় তাজিকিস্তানের বিরুদ্ধে জয়, ইরানের বিরুদ্ধে লড়াই করেও হার আর আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করার সুবাদে প্লে-অফে উঠে এসেছেন আনোয়ার আলিরা। স্বাভাবিকভাবেই ওমান ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও এই ম্যাচে নামার আগে যথেষ্টই আত্মবিশ্বাসী ভারতের কোচ। এই ম্যাচ জিততে পারলে এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করবেন গুরপ্রীত সিং সান্ধুরা। তবে খালিদের আরও একটা মাথা ব্যথার কারণ রয়েছে। আক্রমণভাগের ফুটবলারদের গোল না পাওয়া। সেই প্রতিবন্ধকতা কাটিয়ে না উঠলে চাপ বাড়বে আবারও। যে সমস্যা গত কয়েক মাস ধরে ভুগিয়েছে জাতীয় দলকে। যে সমস্যার সমাধান করতেই সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে এনেছিলেন পূর্ববর্তী কোচ মানোলো মার্কেজ। এই হিসর স্টেডিয়ামেই ভারত গত তিনটে ম্যাচ খেলেছে। সেই দিক থেকে দেখলে এই পরিবেশ আর মাঠ ভারতীয় ফুটবলারদের কাছে ওমানের থেকে বেশি পরিচিত।

এখনও পর্যন্ত দশটি ম্যাচে ওমানের মুখোমুখি হয়ে একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি ভারত। সাত ম্যাচে জয় পেয়েছে ওমান। তিনটি ম্যাচ ড্র হয়েছে। এরমধ্যে চার বছর আগে দুবাইতে অনুষ্ঠিত একটি ফ্রেন্ডলিতে ১-১ গোলে ড্র করেছিল ভারত। প্রতিপক্ষ কোচ কুইরোজ ইতিমধ্যেই এশিয়ার একাধিক শক্তিশালী জাতীয় দলের কোচ হিসাবে কাজ করেছেন। তারমধ্যে রয়েছে ইরান, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার। নিজের দেশ পর্তুগালের কোচ হিসাবেও কাজ করেছেন তিনি। কাজ করেছেন দক্ষিণ আফ্রিকা, মিশরের জাতীয় দলেরও। তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অ্যালেক্স ফার্গুসনের সহকারীও ছিলেন।

ভারতীয় দলে ইতিমধ্যেই চোটের জন্য ছিটকে গিয়েছেন সন্দেশ জিঙ্ঘান। তাঁর না থাকাটা রক্ষণের জন্য চিন্তার বিষয়। সন্দেশের অনুপস্থিতিতে রাহুল ভেকে, আনোয়ারদের দায়িত্ব নিতে হবে এই ম্যাচে। গত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ভালোই সামাল দিয়েছেন আনোয়াররা। গোল খায়নি ভারত। ম্যাচের সেরাও হয়েছেন আনোয়ার। তবে আফগানিস্তানের থেকেও অনেক বেশি শক্তিশালী দল ওমান। প্লে-অফে নামার আগে খালিদ বলছেন, “আমাদের ফুটবলাররা সবাই সুস্থ রয়েছে। গত তিন ম্যাচের পর আমরা আরও একটা ম্যাচে ইতিবাচক ফলই আশা করছি। এই প্রতিযোগিতায় নামার আগে থেকেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম ভালো কিছু করতেই হবে। সেই আত্মবিশ্বাস থেকেই আমরা প্লে-অফে উঠে এসেছি।” প্রতিপক্ষ সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও যোগ করেন, “ওমান যথেষ্টই শক্তিশালী দল। ওদের ভালো কোচ রয়েছে। শুধু কোচ নয়, ভালো মানের ফুটবলাররা রয়েছে। তাই বলতে হবে এটা আমাদের কাছে সহজ কাজ হবে না। এই ম্যাচে জয়ের জন্য সবটা উজার করে দিতে হবে আমাদের।” কাফা নেশনস কাপের ম্যাচগুলোকে এশিয়ান কাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের সিঙ্গাপুরের বিরুদ্ধে গ্রুপ পর্বের দু’টি ম্যাচের প্রস্তুতি হিসাবে দেখছেন কোচ খালিদ।

আজ কাফা নেশনস কাপে
ভারত বনাম ওমান
হিসর, বিকাল ৫.৩০
ফ্যান কোড অ্যাপ

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement