ফাইল ছবি
স্টাফ রিপোর্টার: এবারের কলকাতা লিগে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামছে ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়নশিপ রাউন্ডের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউনাইটেড কলকাতা। গ্রুপ পর্বে ভালো পারফর্ম করেছে কোচ ইয়ান ল-এর ছাত্ররা। ফলে ঘরের মাঠে ফেরার ম্যাচে বেশ কঠিন লড়াইয়ের সামনে লাল-হলুদ। তবে প্রতিপক্ষের থেকেও নিজের দলের চোট আর কার্ড সমস্যা চাপে রাখছে ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জকে।
এমনিতে ইস্টবেঙ্গলের নবনির্মিত মাঠে এটাই প্রথম ম্যাচ। মাত্র কয়েক দিন সেখানে অনুশীলন করার সুযোগ পেয়েছে দল। ফলে নতুন মাঠে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জ ফুটবলারদের। তার উপর সৌভিক চক্রবর্তীর গোড়ালিতে চোট রয়েছে। দেবজিৎ মজুমদার ও সায়ন বন্দ্যোপাধ্যায় কার্ড সমস্যায় নেই। সুমন দে-ও পুরোপুরি ফিট নন। এই অবস্থায় ছয় ভূমিপুত্রের নিয়ম মেনে দল সাজানোই চ্যালেঞ্জ কোচ বিনোর।
লাল-হলুদ হেডস্যর অবশ্য বলছেন, “লিগে সব প্রতিপক্ষই ভালো দল। তাছাড়া ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সবাই নিজেদের সেরা পারফরম্যান্সটা করতে চায়। প্রতিপক্ষ দলে ভালো প্লেয়াররা আছে। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে সব ম্যাচ গুরুত্বপূর্ণ। কারণ ভুল শোধরানোর জায়গা নেই, গ্রুপ পর্বে যা ছিল। আমরা লড়াই করব। কে আছে আর কে নেই, তা নিয়ে ভাবছি না। এসব নিয়ে কোনও অজুহাত দিতে চাই না।”
এই ম্যাচে সিনিয়র দলের পিভি বিষ্ণু, ডেভিড, প্রভাত লাকরা, এডমুন্ড লালরিনডিকাদের পাশাপাশি গৌরব সাউ, বিক্রম প্রধান, তন্ময় দাসরা ভরসা বিনোর। অন্যদিকে, ইউনাইটেড কলকাতা ভরসা রাখছে নারায়ণ দাস, জিতেন মুর্মু, দেবনাথ মণ্ডল, দেবায়ন হাজরার উপর।
আজ কলকাতা লিগে
ইউনাইটেড কলকাতা বনাম ইস্টবেঙ্গল
দুপুর ৩.০০, ইস্টবেঙ্গল মাঠ
সরাসরি এসএসইএন অ্যাপে
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.