ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের সঙ্গে ভয়ানক সংঘাতে জড়িয়েছে তাঁর দেশ। লাগাতার আকাশপথে একে অপরের উপর হামলা চালাচ্ছে ইরান-ইজরায়েল। তার জেরে আটকে পড়েছেন ইন্টার মিলানের ইরানি স্ট্রাইকার মেহদি তারেমি। ক্লাব বিশ্বকাপ শুরু হয়ে গেলেও ইরানেই আটকে রয়েছেন তিনি। কবে ইন্টার মিলানের হয়ে আবার মাঠে নামতে পারবেন তারেমি, তা অনিশ্চিত।
শুক্রবার ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালায় ইজরায়েল। তার জেরে মৃত্যু হয়েছে ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি, ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডার এবং দুই শীর্ষ সেনা আধিকারিকের। পালটা দিয়ে ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ শুরু করে ইরান। তেল আভিভের একাধিক এলাকায় আছড়ে ইরানের ড্রোন আক্রমণ। হামলার পর রাষ্ট্রসংঘে ইরানের প্রতিনিধি জানান, অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে ইজরায়েলি হামলায়। আহত তিনশো জনেরও বেশি।
রবিবার পর্যন্তও আকাশপথে ‘যুদ্ধ’ অব্যাহত। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঙ্কার দিয়েছেন, বেশ কয়েকদিন ধরে ইরানে আক্রমণ করবে তাঁর সেনা। এহেন সংঘাতের পরিস্থিতিতে নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান। ফলে সেদেশে বিমান পরিষেবা একেবারে থমকে গিয়েছে। ইরান থেকে বেরিয়ে ক্লাব বিশ্বকাপ খেলতে আমেরিকায় যেতে পারছেন না তারেমি। উল্লেখ্য, গত সপ্তাহে জাতীয় দলের জার্সিতে খেলতে দেশে ফিরেছিলেন তিনি। বিশ্বকাপের যোগ্য়তা অর্জন পর্বে উত্তর কোরিয়ার বিরুদ্ধে একটি গোলও করেন। কিন্তু ক্লাবের জার্সিতে খেলা আপাতত থমকে গিয়েছে তাঁর।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে প্যারিস সাঁ জাঁর কাছে ৫-০ চূর্ণ হয়েছিল ইন্টার মিলান। সেই ধাক্কা ভুলে ক্লাব বিশ্বকাপে খেলতে নামছে তারা। মঙ্গলবার মন্তারের বিরুদ্ধে নতুন কোচের অধীনে খেলা শুরু করবে ইন্টার মিলান। কিন্তু ভালো ফর্মে থাকা তারেমিকে বাদ দিয়েই মাঠে নামতে হবে গোটা দলকে। কেবল প্রথম ম্যাচ নয়, ক্লাব বিশ্বকাপের ক’টা ম্যাচে খেলতে পারবেন তারেমি, সেই নিয়ে সংশয় রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.