ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএল খেলা ১১টি ক্লাব সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে জানিয়েছিল, আইএসএলের অচলাবস্থার বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনতে। গত সোমবার, ১৮ তারিখ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল, ২২ আগস্ট শুক্রবার এই বিষয়ে শুনানি হবে। সেই মতো শুক্রবার দুই বিচারপতি শ্রী নরসিংহ এবং জয়মাল্য বাগচী রায় দিয়েছেন, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং এফএসডিএল আইএসএলের অচলাবস্থা কাটাতে একসঙ্গে বসতে পারবে। এই বিষয়ে পরবর্তী শুনানি ২৮ আগস্ট। ওয়াকিবহাল মহলের আশা, এর ফলে খুব শীঘ্রই হয়তো কাটছে চলেছে আইএসএল জট।
এর আগে আইএসএলের ক্লাবগুলি বর্ষীয়ান আইনজীবী গোপাল শঙ্করনারায়ণনের মাধ্যমে সুপ্রিম কোর্টে আইএসএলের অচলাবস্থা কাটাতে আবেদন করেছিল। তিনি টুর্নামেন্টের আয়োজন নিয়ে সমস্যা সমাধানের জন্য বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি অতুল চন্দুরকরের বেঞ্চের কাছে আবেদন করেন। সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল, ফেডারেশনের খসড়া সংবিধান চূড়ান্ত করার বিষয়টির আগে জাতীয় ক্রীড়া বিলকেও মাথায় রাখতে হচ্ছে। সব পক্ষের মতামতই শুনবে তারা। এই পরিস্থিতিতে এদিন সুপ্রিম কোর্ট ফেডারেশন এবং এফএসডিএল দুই পক্ষকেই আলোচনায় বসার কথা বলে।
অনেকের আশা, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে এফএসডিএলের সঙ্গে এআইএফএফের চুক্তি মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট অর্থাৎ এমআরএ নবীকরণ নিয়ে আলোচনা হবে শীঘ্রই। মনে করা হচ্ছে, এবার হয়তো কেটে যাবে আইএসএল নিয়ে অচলাবস্থা। উল্লেখ্য, দেশের শীর্ষ ফুটবল লিগ নিয়ে এই অনিশ্চয়তার মধ্যে ওড়িশা এফসি এবং বেঙ্গালুরু এফসি’র পথে হেঁটে দু’বারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসি ফুটবলার ও কর্মচারীদের বেতন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এই পরিস্থিতিতে আইএসএলের ১১টি ক্লাব সম্মিলিতভাবে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। আর এবার এফএসডিএল এবং ফেডারেশনের বৈঠকের দিকে তাকিয়ে ক্লাবগুলি। এখন দেখার, ২৮ আগস্টের মধ্যে আইএসএল নিয়ে এই অচলাবস্থা কাটে কি না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.