স্টাফ রিপোর্টার: গত দু’ম্যাচে ড্র করার পর কিছুটা আত্মবিশ্বাস ফিরে এসেছে মহামেডানের। তবে শনিবার কান্তিরাভায় অ্যালেক্সিস গোমেজদের খেলতে নামতে হচ্ছে এবারের আইএসএলের অন্যতম শক্তিশালী দল বেঙ্গালুরু এফসি।
কার্ড সমস্যা মিটিয়ে এই ম্যাচে ফিরছেন মহামেডানের মাঝমাঠের বিদেশি মির্জলল কাশিমভ। তবে এখনও চোট সারেনি সিজার মাঞ্জোকির। এই ম্যাচেও তিনি নেই। এই মাঞ্জোকির গোলেই বেঙ্গলুরুর বিরুদ্ধে ঘরের মাঠে এগিয়ে গিয়েছিল মহামেডান। কিন্তু শেষ মুহূর্তে দু’গোল খেয়ে ম্যাচ থেকে খালি হাতে ফিরেছে আন্দ্রে চেরনিশভের ছেলেরা। এই মুহূর্তে মহামেডান লিগ টেবিলের শেষে থাকলেও দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রীরা চাইবেন ঘরের মাঠে এই ম্যাচ বড় ব্যবধানে জিতে শীর্ষ স্থানে থাকা মোহনবাগানের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাতে।
মাঞ্জোকি ছাড়া এই ম্যাচে মহামেডান পাচ্ছে না সামাদ আলি মল্লিককে। কাশিমভ ছাড়া শনিবার মহামেডানের বাকি তিন বিদেশি অ্যালেক্সিস গোমেজ, ফ্রাঙ্কা, ফ্লোরেনতিনরা থাকছেন। সুনীল ছেত্রীদের বিরুদ্ধে কান্তিরাভা থেকে পয়েন্ট আনা কঠিন হলেও গত ওড়িশা ম্যাচ ও নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে গিয়ে পয়েন্ট কেড়ে আনাটাই আত্মবিশ্বাসবাড়িয়েছে মহামেডানের।
গত দুই ম্যাচের মতই এই ম্যাচেও সেই ধারাবাহিকতাই দেখাতে চান অ্যালেক্সিসরা। সন্তোষ ট্রফিতে দুর্দান্ত খেলা রবি হাঁসদা, ইসরাফিল দেওয়ান ও জুয়েল আহমেদ মজুমদার দলের সঙ্গে যোগ দিলেও বেঙ্গালুরুগামী দলে তাদের রাখা হয়নি। মহামেডান কোচ চেরনিশভ সন্তোষে খেলা ফুটবলারদের আইএসএল দলের সঙ্গে ধাতস্থ হওয়ার জন্য আরও সময় দিতে চান।
আজ আইএসএলে
বেঙ্গালুরু এফসি বনাম মহামেডান
কান্তিরাভা স্টেডিয়াম
বিকেল ৫.০০ সরাসরি স্পোর্টস ১৮ নেটওয়ার্কে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.