Advertisement
Advertisement
ISL 2024-25

ডার্বির আগেই নতুন বিদেশি ইস্টবেঙ্গলে, সমর্থকদের সুখবর দিলেন অস্কার

সল ক্রেসপোর চোট নিয়েও স্বস্তির খবর দিলেন লাল-হলুদ কোচ।

ISL 2024-25: East Bengal to sign new foreigner before Kolkata Derby

অস্কার ব্রুজো। ছবি: ইস্টবেঙ্গল সোশাল মিডিয়া।

Published by: Subhajit Mandal
  • Posted:December 27, 2024 1:29 pm
  • Updated:December 27, 2024 1:29 pm  

স্টাফ রিপোর্টার: নতুন বছরের শুরুতেই আইএসএলে মুখোমুখি হচ্ছে কলকাতার দুই প্রধান। ১১ জানুয়ারির সেই ডার্বির আগেই মাদিহ তালালের পরিবর্তে নতুন বিদেশি সই করিয়ে ফেলবে ইস্টবেঙ্গল। বছরের শেষ ম্যাচে নামার আগে সমর্থকদের আশ্বস্ত করলেন খোদ লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। সঙ্গে জানিয়ে দিলেন, ডার্বিতে পাওয়া যেতে পারে স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপোকেও।

Advertisement

ওড়িশা এফসি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মরশুম শেষ হয়ে গিয়েছে তালালের। ইতিমধ্যেই তাঁর বদলি নেওয়ার কাজ শুরু করেছে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে, আইএসএলে খেলে যাওয়া এক স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে কথা বলছে টিম ম্যানেজমেন্ট। এ প্রসঙ্গে অস্কারের বক্তব্য, “পরের সপ্তাহেই তালালের পরিবর্তের নাম ঘোষণা হয়ে যাবে আশা করছি। সেই পরিবর্ত আমার কোনও প্রাক্তন ছাত্র হতে পারে, আবার অন্য কোনও ফুটবলারও হতে পারে।” ডার্বির কথা মাথায় রেখেই দ্রুত ওই বিদেশিকে দলের সঙ্গে জুড়ে দিতে চাইছে লাল-হলুদ। একইসঙ্গে ক্রেসপো নিয়ে অস্কার বলেন, “আশা করছি মোহনবাগান বা এফসি গোয়া ম্যাচে ও ফিরবে।” চোট সারাতে আপাতত স্পেনে রয়েছেন এই মিডফিল্ডার। জানুয়ারির শুরুতেই তাঁর কলকাতা ফেরার কথা। তবে বছরের শেষেও চোট আর কার্ড সমস্যা এড়াতে পারছে না ইস্টবেঙ্গল। চোটের জন্য আপাতত বাইরে রাইট ব্যাক মহম্মদ রাকিপ। কার্ড সমস্যা হেক্টর ইউস্তের। শনিবার তাঁদের ছাড়াই হায়দরাবাদ এফসি-র মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। যদিও দলের ভারতীয় স্কোয়াডের উপর ভরসা রাখছেন কোচ অস্কার।

অবশ্য সমস্যা সত্ত্বেও বছরের শেষ ম্যাচে জয় ছাড়া অন্য কোনও ভাবনা নেই কোচ অস্কারের। আসলে জানুয়ারিতে লিগের অন্যতম সেরা চার ক্লাবের বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। আর সেই লড়াইয়ের রসদ হায়দরাবাদকে হারিয়ে গুছিয়ে নেওয়াই লক্ষ্য তাদের। অস্কারের কথায়, “হায়দরাবাদের বিরুদ্ধে জিতলে আমরা লিগে প্রথমবার জয়ের হ্যাটট্রিক করব। তাছাড়া জানুয়ারিতে আমাদের বেশ কয়েকটা কঠিন ম্যাচ খেলতে হবে। মুম্বই সিটি এফসি, মোহনবাগান, কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হব। তার আগে শনিবার পুরো পয়েন্ট পেলে একটা ভালো আবহে বছরটা শেষ করতে পারব। সঙ্গে লিগ টেবলে নিজেদের অবস্থান আরও শক্ত করা যাবে।”

তবে হায়দরাবাদের বিরুদ্ধে নতুন করে ডিফেন্স সাজাতে হবে অস্কারকে। হেক্টর না থাকায় আনোয়ার আলি ডিফেন্সে ফিরবেন, মাঝমাঠে শুরু থেকে খেলবেন জিকসন সিং। বৃহস্পতিবার অনুশীলনে রাইট ব্যাক হিসাবে প্রভাত লাকড়া ও নিশু কুমারকে দেখে নিয়েছেন অস্কার। তবে এদিন কাফ মাসলে টেপ বেঁধে প্র্যাকটিস করলেন পিভি বিষ্ণু।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement