গোয়া: ২ (ইকের, ইয়াসির)
কেরালা: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেতাব হাতের মুঠোয়। তবে সরকারিভাবে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হিসাবে স্বীকৃতি পেতে আরও অন্তত ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে মোহনবাগানকে। শনিবার ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে টিমটিম করে হলেও লিগ জয়ের আশা জিইয়ে রাখল এফসি গোয়া।
রবিবার যুবভারতীতে ওড়িশার বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। তার ২৪ ঘণ্টা আগে মাণ্ডবীর তীরে নজর ছিল সবুজ-মেরুন শিবিরের। কেরালা গোয়াকে হারাতে পারলে শনিবারই লিগ চ্যাম্পিয়নের খেতাব মোহনবাগানের দখলে চলে আসত। কিন্তু তেমনটা হল না। ঘরের মাঠে ‘দুর্বল’ কেরালাকে ২-০ গোলে হারিয়ে দিল মানোলো মার্কেজ ব্রিগেড। এদিন ম্যাচের প্রথমার্ধে কোনও গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ইকেরের গোলে এগিয়ে যায় গোয়া। আরও একটি গোল আসে ৭৩ মিনিটে ইয়াসিরের পা থেকে।
এই জয়ের ফলে দ্বিতীয়স্থানে থাকা গোয়ার ২১ ম্যাচে পয়েন্ট সংখ্যা দাঁড়াল ৪২। সেখানে সমসংখ্যক ম্যাচে মোহনবাগান রয়েছে ৪৯ পয়েন্টে। অর্থাৎ মোলিনা ব্রিগেড এগিয়ে আছে ৭ পয়েন্ট। হাতে এখনও তিনটি ম্যাচ। এই তিন ম্যাচের কোনও একটিতে জিতলেই মোহনবাগান গোয়ার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। আর এই মুহূর্তে মোহনবাগান যে ফর্মে তাতে বিরাট কোনও অঘটনের সম্ভাবনাও কার্যত দেখা যাচ্ছে না। শেষ চারটি ম্যাচের চারটিই জিতেছে। আর সেটাও কোনও গোল না হজম করে। আলবার্তো থেকে জেমি, গোল করে দলকে জেতাতে সবাই ওস্তাদ।
তবে মোহনবাগান লিগের খেতাব পকেটে পুরে ফেলার সুযোগ পাচ্ছে রবিবারই। রবিবাসরীয় লড়াইয়ে ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধে নামছে সবুজ-মেরুন শিবির। সেই ম্যাচে তিন পয়েন্ট পেলেই ধরাছোঁয়ার বাইরে চলে যাবে তারা। সেক্ষেত্রে ২২ ম্যাচে পয়েন্ট দাঁড়াবে ৫২। গোয়া যদি তাদের শেষ তিনটি ম্যাচও জেতে, তাতেও মানোলো মার্কেজের দলের সর্বোচ্চ পয়েন্ট হবে ৫১।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.