সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবলের অন্যতম ধারাবাহিক দল বেঙ্গালুরু এফসি। একাধিক আইএসএল জিতেছে সুনীল ছেত্রীর বর্তমান দল। দেশের গণ্ডি পার করে এশিয়ার মাটিতেও দাপটের সঙ্গে ফুটবল উপহার দিয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে সাফল্যের মুখ দেখেনি তারা। গত মরশুমে শেষ করেছিল দশম স্থানে। এবার (ISL 2024-25) কি চেনা ছন্দে ফিরতে পারবে ‘দ্য ব্লুজ’? একনজরে বেঙ্গালুরু এফসি-র শক্তি-দুর্বলতা।
শক্তি: গতবার আইএসএলে মাত্র ২০টা গোল করেছিল বেঙ্গালুরু। একমাত্র হায়দরাবাদ এফসি-ই তাদের থেকে কম গোল করেছিল। যে কারণে এবার মুম্বই সিটি এফসি থেকে ‘গোলমেশিন’ পেরেরা দিয়াজকে সই করানো হয়েছে। রক্ষণে ভরসা জোগানোর জন্য এসেছেন অভিজ্ঞ রাহুল ভেকে। সেই সঙ্গে রয়েছে ভারতীয় দলের ডিফেন্ডার চিংলেনসানা সিং। মাঝমাঠে শক্তি বাড়াবে আরেক মুম্বই প্রাক্তন আলবার্তো নগুয়েরা। এছাড়া গোলপোস্টের নিচে গুরপ্রীত সিং সান্ধুও নিঃসন্দেহে বড় শক্তি বেঙ্গালুরু এফসি-র।
দুর্বলতা: সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে নেই সুনীল ছেত্রী। অধিকাংশ সময়ে বদলি হিসেবেই মাঠে নামেন তিনি। দেশের জার্সি থেকে অবসর নেওয়ার পর ক্লাবের হয়ে কেমন খেলেন সেটাও দেখার। গত বছরের ব্যর্থতার পরেও বেঙ্গালুরু এফসি ভরসা রেখেছে কোচ জেরার্ড জারাগোজার উপরে। ডুরান্ড কাপেও প্রত্যাশিত সাফল্য আসেনি। মাঝমাঠে নগুয়েরা, সুরেশ ছাড়া কাদের উপর তিনি ভরসা রাখেন, নজর থাকবে সেদিকেও। ধারাবাহিক হয়ে ওঠাও নতুন চ্যালেঞ্জ বেঙ্গালুরুর সামনে।
কোচ: জেরার্ড জারাগোজা।
নজরে কোন কোন ভারতীয়?
সুরেশ সিং, রোহিত দানু, নাওরেম রোশন সিং
প্রথম ম্যাচ: ১৪ সেপ্টেম্বর। ঘরের মাঠে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.