অনুশীলনে দিয়ামান্তোকোস ও আনোয়ার। ছবি: ইস্টবেঙ্গল সোশাল মিডিয়া
স্টাফ রিপোর্টার : সেলিস নেই। নন্দা কুমারও চোট পেয়েছেন। ভাবা গিয়েছিল নন্দাকে শনিবার রিজার্ভে রাখবেন অস্কার। কিন্তু শুক্রবার সকালে অনুশীলন করে যে দল নিয়ে গেলেন তিনি তাতে ছিলেন না নন্দা। স্বাভাবিকভাবে শনিবার দিল্লিতে পাঞ্জাব এফসির বিরুদ্ধে এই দুই নির্ভরযোগ্য ফুটবলার থাকছেন না। আপাতত সুপার সিক্সের আশা শেষ হলেও বাকি চার ম্যাচ থেকে যতটা সম্ভব পয়েন্ট সংগ্রহ করে এএফসি চ্যালেঞ্জ লিগে নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই লক্ষ্য অস্কার ব্রুজোর। যদিও প্রতিপক্ষ পাঞ্জাব এফসি তাদের বাকি চারটে ম্যাচ জিততে পারলে ৩৬ পয়েন্টে পৌঁছাবে। পাঞ্জাব কোচ চাইবেন বাকি ম্যাচগুলো জিতে এখনও আশা জিইয়ে রাখতে। চার ম্যাচ জিতলেও তাদের নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। এমন পরিস্থিতিতে শনিবার ইস্টবেঙ্গলের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে পাঞ্জাবের ফুটবলাররা।
আইএসএলের একেবারে শেষ পর্বে পৌঁছে এখনও প্রথম ছটি ম্যাচের খারাপ ফলাফলকেই দলের একাদশ স্থানে থাকার জন্য দায়ী করছেন অস্কার। আগের ম্যাচে মহামেডানকে হারানোর সুবাদে দলের আত্মবিশ্বাস কিছুটা ফিরেছে, মনে করছেন অস্কার। ঘরের মাঠে এই পাঞ্জাবের বিরুদ্ধেই দু’গোলে পিছিয়ে পড়েও জিতেছিলেন দিয়ামান্তাকোসরা। এখন পরিস্থিতি অন্যরকম। অস্কার বলছিলেন, “গত পাঁচ রাউন্ডের ফলাফল অনুযায়ী আট নম্বরে ছিলাম। প্রথম ছয় রাউন্ডে কোনও পয়েন্ট তুলতে পারিনি। তারই ফল ভুগছি।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.