Advertisement
Advertisement
ISL

‘আইএসএলের ভবিষ্যৎ বাতলে দিন’, আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টে যাচ্ছে AIFF ও ক্লাবগুলি

ফেডারেশনের আর্জি, দ্রুত ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিক সুপ্রিম কোর্ট।

ISL clubs and AIFF to approach Supreme Court regarding Indian Super League’s future
Published by: Subhajit Mandal
  • Posted:August 15, 2025 11:05 am
  • Updated:August 15, 2025 11:16 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের শীর্ষ ফুটবল লিগের ভবিষ্যৎ কী? আদৌ আয়োজিত হবে আইএসএল? এই কঠিন প্রশ্নের উত্তর ঝুলে সুপ্রিম কোর্টে। তাই এবার যৌথভাবে এআইএফএফ এবং আইএসএল ক্লাবগুলি শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে। ফেডারেশনের আর্জি, দ্রুত ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিক সুপ্রিম কোর্ট। আগামী সপ্তাহেই এই আবেদন জানাতে চলেছে ১১টি ক্লাব এবং আইএসএল কর্তৃপক্ষ।

Advertisement

আইএসএলের ভবিষ্যৎ নিয়ে জট এখনও কাটেনি। এফএসডিএলের সঙ্গে এআইএফএফের চুক্তি মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট অর্থাৎ এমআরএ নবীকরণ নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। যে কারণে আগামী মরশুমের আইএসএল নিয়ে ডামাডোল অব্যাহত। দেশের শীর্ষ ফুটবল লিগ নিয়ে এই অনিশ্চয়তার মধ্যে ওড়িশা এফসি এবং বেঙ্গালুরু এফসি’র পথে হেঁটে দু’বারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসি ফুটবলার ও কর্মচারীদের বেতন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আসলে এই মুহূর্তে এফএসডিএলের সঙ্গে মাস্টার্স রাইটস চুক্তি নিয়ে ফেডারেশনের আলোচনা চলছে। কিন্তু সমস্যা হল ফেডারেশনের বর্তমান কমিটির ভবিষ্যৎই নির্ভর করছে শীর্ষ আদালতের রায়ের উপর। যে কারণে চুক্তি চূড়ান্ত হলেও সেটা সুপ্রিম ছাড়পত্র ছাড়া তাতে স্বাক্ষর করতে পারবে না এআইএফএফ। সে কারণেই তড়িঘড়ি সুপ্রিম কোর্টে আবেদনের ভাবনা। বৃহস্পতিবার ক্লাবগুলির কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিল ফেডারেশন। তারপর আইনজীবীদের পরামর্শও নেওয়া হয়।

সেখানেই ঠিক হয়, আগামী সোমবার সুপ্রিম কোর্ট খুললেই এআইএফএফ মামলা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হবে। যাতে দ্রুত ফেডারেশন এবং আইএসএলের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তে পৌঁছনো যায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement