ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্টবেঙ্গল ক্লাবে বড়সড় চুরি! উধাও হয়ে গিয়েছে ফ্লাডলাইটের তার ও বৈদ্যুতিক সামগ্রী। বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তাঁর দাবি, যা যা চুরি গিয়েছে সেগুলির বাজারমূল্য ১২ থেকে ১৪ লক্ষ টাকা। ইস্টবেঙ্গল ক্লাবের সূত্র বলছে, চুরি যাওয়া পণ্যের মূল্য আরও বেশি হতে পারে।
বৃহস্পতিবার এবারের কলকাতা লিগে প্রথমবার ঘরের মাঠে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের প্রথম ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল। তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী ইউনাইটেড কলকাতা। যদিও ম্যাচে রীতিমতো দাপট দেখিয়ে ইয়ান ল’র দলকে ৩-০ গোলে পরাস্ত করে লাল-হলুদ শিবির। তবে চমকপ্রদভাবে এতদিন বাদে ঘরের মাঠে খেলা হলেও দর্শকদের উপস্থিতি ছিল বড্ড কম। সে নিয়ে প্রশ্ন করা হল ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, সপ্তাহের কাজের দিন দুপুরে খেলা থাকায় অনেকে অফিস থেকে বার হতে পারেনি। সেকারণেই মাঠ ভরেনি।
সেসময় দেবব্রতর কাছে জানতে চাওয়া হয়, মাঠে তো ফ্লাডলাইট আছে, তাহলে ইস্টবেঙ্গল ম্যাচ কি রাতের দিকে করা যায় না? তখনই ফ্লাডলাইটের তার ও বৈদ্যুতিক সামগ্রী চুরির কথা প্রকাশ্যে আনেন দেবব্রত। তিনি বলেন, “রাস্তার দিকের দুটো ফ্লাডলাইটের নীচের প্লাগগুলো চুরি হয়ে গিয়েছে। এটা কী ভাবে সম্ভব জানি না। খুব খারাপ ব্যাপার।” দেবব্রতর কথায়, “১২ থেকে ১৪ লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে। বেশি ছাড়া কম নয়। এটা তো আমাদের গ্যালারি না। পিডব্লিউডি দেখাশোনা করে।” তিনি জানান, নতুন করে মেরামতির কাজ শুরু হয়েছে।
ইস্টবেঙ্গল ক্লাবের সূত্র বলছে, মাস তিনেক আগে চুরি হয়েছে। ক্লাবের তরফে ময়দান থানায় জেনারেল ডায়েরি করা হয়েছে। পুলিশ তদন্ত করছে। তবে তদন্তে কোনও অগ্রগতি হয়েছে কিনা ক্লাব জানে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.