ফাইল ছবি
শিলাজিৎ সরকার: দলবদলের মরশুমে ঝড় তুলে দিয়েছে ইস্টবেঙ্গল। সম্প্রতি বিপিন সিং ও এডমুন্ড লালরিনডিকার আগমনের কথা ঘোষণা করেছে লাল-হলুদ। এবার এফসি গোয়ার সাইড ব্যাক জয় গুপ্তকে সই করাল ইস্টবেঙ্গল। তাদের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না করা হলেও এফসি গোয়া সোশাল মিডিয়ায় জয়ের ইস্টবেঙ্গলে আসার কথা জানিয়ে দিয়েছে।
গোয়ার ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, রেকর্ড চুক্তিতে লাল-হলুদ জার্সি গায়ে চাপাতে চলেছেন জাতীয় দলে খেলা সাইড ব্যাক। তাদের তরফ থেকে শুভেচ্ছাও জানানো হয়েছে জয়কে। কিন্তু কত টাকায় ইস্টবেঙ্গলে আসছেন তিনি? গোয়ার তরফ থেকে ঘোষণা করা না হলেও জানা যাচ্ছে যে, প্রায় দেড় কোটি টাকার বিনিময়ে লাল-হলুদ শিবিরে আসছেন জয়।
সম্প্রতি ইস্টবেঙ্গলের সাইড ব্যাক নিশু কুমার বিদায়বার্তা জানিয়েছেন। জয় গুপ্তের আগমনে অস্কার ব্রুজোর দলের রক্ষণভাগ আরও শক্তিশালী হল। বাঁপায়ে জোরালো শট আছে ২৩ বছর বয়সি ডিফেন্ডারের। দূরপাল্লার শটে গোলও আছে তাঁর। ২০২৩ সালে গোয়ার যোগ তিনি জয়। তার আগে পর্তুগালের ক্লাব এস্তোরিল ও স্পেনের ক্লাব এব্রে এসকোলা এস্পোর্টিভায় খেলেছেন। গোয়ার হয়ে ৪২টি ম্যাচে ২টি গোলও আছে তাঁর। দলবদলের বাজারে অভিষেক সিংকেও নজরে রেখেছিল ইস্টবেঙ্গল।
অন্যদিকে জানা যাচ্ছে, আর্জেন্টিনার ২৬ বছর বয়সি ডিফেন্ডার কেভিন সিবিয়েও ইস্টবেঙ্গলে নিশ্চিত। সম্প্রতি এডমুন্ডকে তিন বছরের চুক্তিতে আর মুম্বই সিটি এফসিতে খেলে আসা বিপিনকে দুই বছরের চুক্তিতে সই করিয়েছে ইস্টবেঙ্গল।
FC Goa have reached an agreement with East Bengal FC for the transfer of defender Jay Gupta, a club record fee for an Indian player.
We’d like to thank Jay for an incredible two years in the orange and blue, a journey that saw us reach back-to-back semi-finals and lift the…
— FC Goa (@FCGoaOfficial)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.