সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই কোন ছোটবেলা থেকে লিও মেসির (Lionel Messi) অন্ধ ভক্ত তিনি। ‘এলএম ১০’-এর খেলা দেখেই বড় হয়েছেন। স্বপ্ন দেখতেন জাতীয় দলের জার্সিতে একদিন মেসির পাশে খেলবেন তিনি। কোপা আমেরিকায় আর্জেন্টাইন অধিনায়কের পাশে খেলেছেন। কাতার বিশ্বকাপেও মেসির পাস থেকে গোল করছেন। কে তিনি? তিনি জুলিয়ান আলভারেজ (Julian Alvarez)।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষ চারে তাঁর স্বপ্নের দৌড় লুকা মদ্রিচদের ছিটকে দেয়। ওই একটা গোলের পরে তাঁর উপরেও এসে পড়েছে পাদপ্রদীপের আলো। বিশ্বকাপের মহামঞ্চ অখ্যাত আনামী কোনও ফুটবলারকে রাতারাতি বিখ্যাত করে দেয়। ঠিক যেমন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নয়নাভিরাম গোলের পরে আলভারেজকে নিয়ে এখন প্রবল চর্চা।
10 years ago: asking Leo Messi for a pic as big fan, dreaming of World Cup one day…
Tonight: Julián Álvarez from Calchín scores in World Cup semifinal.
🕷️🇦🇷
— Fabrizio Romano (@FabrizioRomano)
আলভারেজ নায়ক হওয়ার দিনে দশ বছর আগের একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে মেসির সঙ্গে দেখা যাচ্ছে আলভারেজকে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দুর্দান্ত সেই গোলের পরে মেসির কোলে আলভারেজ। বিশ্বকাপে আসার আগে আলভারেজকে নিয়ে সেরকম মাতামাতি হয়নি। তিনি যে তারকা হয়ে যেতে পারেন, এমন পূর্বাভাসও কেউ করেননি আগে। সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচেই পরাস্ত হয় আর্জেন্টিনা। চাপে পড়ে যায় নীল-সাদা জার্সিধারীরা। মেক্সিকোকে হারানোর পরে পোল্যান্ডের সঙ্গে ম্যাচটা আর্জেন্টিনার কাছে ছিল মরণবাঁচনের। পোল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি নষ্ট করেন মেসি। আলভারেজ এগিয়ে দেন আর্জেন্টিনাকে। শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও গোল পান আলভারেজ। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জোড়া গোল করেন তিনি।
চলতি বছরেই রিভারপ্লেট থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আলভারেজ। ম্যান সিটির জার্সিতে ১২টি ম্যাচ খেলেছেন তিনি। বেশিরভাগই অবশ্য বদলি হিসেবে। এটাই আলভারেজের প্রথম বিশ্বকাপ। খুব একটা অভিজ্ঞতা নেই। অবশ্য ২২ বছরের তরুণের আর কি অভিজ্ঞতা থাকবে! এরকমই এক তরুণ আর্জেন্টিনার আক্রমণের অন্যতম কাণ্ডারী। বাড়ির বাইরে থাকতে একেবারেই পছন্দ করেন না আলভারেজ। সেই আলভারজকে নিয়েই এখন স্বপ্ন দেখছে দেশবাসী। ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার পরে ছেলেবেলার গুরুকে গাড়ি উপহার দিয়েছিলেন আলভারেজ।
চাঁদের পাহাড়ে পৌঁছেও হিরের খোঁজ পাননি গল্পের দিয়েগো আলভারেজ। বাস্তবের আলভারেজ সব অর্থেই এখন আর্জেন্টিনার হিরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.