প্রসূন বিশ্বাস: কাফা কাপে ব্রোঞ্জ জেতার পর এবার এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে নামবে ভারতীয় দল। চলতি সপ্তাহ থেকেই ব্লু টাইগার্সরা প্রস্তুতি শিবির করবেন। সেই শিবিরের আগে ৩০ জনের সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করলেন টিম ইন্ডিয়ার হেডকোচ খালিদ জামিল। তবে সেই দলে মোহনবাগান এবং এফসি গোয়ার কোনও ফুটবলারকে রাখা হয়নি।
আগামী ৯ অক্টোবর সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ওইদিন অ্যাওয়ে ম্যাচ খেলার পর ১৪ অক্টোবর ঘরের মাঠে সিঙ্গাপুরের বিরুদ্ধে নামবেন গুরপ্রীত সিং সান্ধুরা। ওই দুই ম্যাচের চূড়ান্ত স্কোয়াড বেছে নেওয়া হবে এই সম্ভাব্য ৩০ জনের দল থেকে। তবে ৩০ জনের নাম ঘোষণার সময়েই এআইএফএফের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত মোহনবাগান এবং এফসি গোয়ার ফুটবলারদের বাদ দিয়ে সম্ভাব্য দল ঘোষিত হল। ওই দুই দলের এসিএল ২-এর ম্যাচ শেষ হলে ঘোষণ করা হবে, ওই দুই দল থেকে কারা সুযোগ পাচ্ছেন ভারতীয় দলে।
দলে ডাক পাওয়া তিনজন গোলরক্ষকের মধ্যে রয়েছেন গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং এবং গুরমিত সিং। দলে জায়গা পেয়েছেন ইস্টবেঙ্গলের ডিফেন্ডার আনোয়ার আলি। ডিফেন্ডার হিসাবে রয়েছেন রাহুল ভেকে, নওরেম রোশন সিংরা। ইস্টবেঙ্গলের দুই মিডফিল্ডার জিকসন সিং এবং নাওরেম মহেশকে প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে। কাফা কাপের দলে না থাকা সুনীল ছেত্রীকেও জাতীয় দলের সম্ভাব্য ৩০ জনের তালিকায় রাখা হয়েছে। উল্লেখ্য, কোনও বাঙালি ফুটবলারের জায়গা হয়নি এই প্রাথমিক স্কোয়াডে।
২০২৭ সালে সৌদি আরবে খেলা হবে এএফসি এশিয়ান কাপ। এই প্রতিযোগিতায় গত দু’বার মূলপর্বে খেলেছিল ভারত। এবারও মূলপর্বে খেলার লক্ষ্য রয়েছে টিম ইন্ডিয়ার। তার আগে অবশ্য যোগ্যতা অর্জন পর্বের বেড়া টপকাতে হবে সুনীলদের। ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে ড্র এবং হংকংয়ের কাছে হেরে পয়েন্ট তালিকায় সকলের নিচে রয়েছে ভারত। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিঙ্গাপুরের বিরুদ্ধে কি ছবিটা পালটাতে পারবেন খালিদের ছাত্র?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.