Advertisement
Advertisement
Khalid Jamil

ভারতীয় দলের হেডকোচ হিসেবে চুক্তিতে সই জামিলের, কবে শুরু প্রশিক্ষণ? 

তাঁর কোচিংয়ে কবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন ব্লু টাইগার্সরা?

Khalid Jamil signs as head coach of Indian team

ফাইল ছবি।

Published by: Prasenjit Dutta
  • Posted:August 13, 2025 2:02 pm
  • Updated:August 13, 2025 2:02 pm  

স্টাফ রিপোর্টার: আগস্টের শুরুতে জানা গিয়েছিল, ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন খালিদ জামিল। আর বুধবার, ১৩ আগস্ট ভারতীয় সিনিয়র পুরুষ দলের প্রধান কোচ হিসেবে পূর্ণকালীন চুক্তিতে সই করেছেন তিনি। জামিল ব্লু টাইগার্সদের হেডকোচ হিসেবে দু’বছরের চুক্তিতে সই করেছেন। 

Advertisement

এ কথা বুধবার জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তাঁর এই স্বাক্ষরের পর তিনি এবার পূর্ণকালীন ভিত্তিতে জাতীয় দলের দায়িত্ব নেবেন। জানা গিয়েছে, ১৫ আগস্ট প্রথম প্রশিক্ষণ শিবির শুরু করবেন তিনি। বেঙ্গালুরুর দ্রাবিড়-পাড়ুকোন সেন্টার ফর স্পোর্টস এক্সিলেন্সে এই ক্যাম্প হবে বলে খবর। কোন ফুটবলারদের নিয়ে এই ক্যাম্প হবে? জানা গিয়েছে, সম্ভাব্য খেলোয়াড়দের তালিকা শীঘ্রই ঘোষণা করা হবে। ২৯ তারিখ থেকে শুরু হতে চলেছে সিএএফএ নেশনস কাপ। ভারত রয়েছে গ্রুপ ডি’তে। এই টুর্নামেন্টে থেকেই জাতীয় দলের ডাগআউটে বসতে দেখা যাবে খালিদকে।

ব্লু টাইগার্সের প্রথম ম্যাচ ২৯ আগস্ট। প্রতিপক্ষ তাজিকিস্তান। এরপর ১ এবং ৪ সেপ্টেম্বর ইরান ও আফগানিস্তানের মুখোমুখি হবেন সুনীল ছেত্রীরা। এরপর অক্টোবরের ৯ এবং ১৪ তারিখ সিঙ্গাপুরের বিরুদ্ধে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলবে ভারত। ম্যাচগুলিতে ভালো ফলফল করাই লক্ষ্য থাকবে খালিদের।

জামিল বলেন, “কোচ হিসেবে জাতীয় দলের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। একই সঙ্গে সৌভাগ্যবানও। অনেক দিন ধরেই ভারতীয় খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ পেয়েছি। তাদের শক্তি, দুর্বলতাগুলি বুঝি। নেশনস কাপ এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে আসন্ন ম্যাচগুলিতে ভালো খেলাই আমাদের লক্ষ্য থাকবে।” আই লিগ থেকে আইএসএল, উভয় ক্ষেত্রেই সফল একটা নাম খালিদ জামিল। সর্বোচ্চ স্তরে কোচিং করানোর কারণে ভারতীয় ফুটবলকে ভালোমতো চেনেন তিনি। ২০২৩ সাল থেকে তিনি জামশেদপুর এফসি’র দায়িত্বে রয়েছেন। তাঁর কোচিংয়ে আইএসএলে জামশেদপুর যথেষ্ট সফল একটা দল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement