Advertisement
Advertisement
Mohun Bagan

‘ফের নিজেকে প্রমাণ করব’, মোহনবাগানে ফিরে হুঙ্কার ডার্বিতে হ্যাটট্রিকের হিরো কিয়ানের

তিন বছরের চুক্তিতে মোহনবাগানে ফিরলেন কিয়ান নাসিরি।

Kiyan Nassiri signs for Mohun Bagan on three year deal
Published by: Arpan Das
  • Posted:July 4, 2025 5:18 pm
  • Updated:July 4, 2025 5:54 pm   

প্রসূন বিশ্বাস: ঘরের ছেলে ফিরলেন ঘরে। তিন বছরের চুক্তিতে মোহনবাগানে ফিরলেন কিয়ান নাসিরি। ডার্বির মঞ্চে আগমনেই ইতিহাস গড়েছিলেন। মাঝে একবছর চেন্নাইয়িন এফসিতে ছিলেন। ফের সবুজ-মেরুনে সই করে জামশিদ নাসিরির পুত্রের হুঙ্কার, “নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করব।”

Advertisement

কনিষ্ঠতম ফুটবলার হিসাবে ডার্বিতে হ্যাটট্রিকের নজির এখনও কিয়ান নাসিরির নামের পাশেই লেখা। জামশিদ নাসিরির পুত্র ২০২৪-এই মোহনবাগান ছেড়েছিলেন। এবার ফের সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে কিয়ানকে। তিন বছরের চুক্তিতে মোহনবাগানে সই করে তিনি বলছেন, “ফের কলকাতায় ফিরে ভালো লাগছে। সুযোগ পেলে নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করব। এই ক্লাবেই আমার প্রথম খেলা শুরু। সেই জন্যই এই ক্লাবের প্রতি আমার একটা আলাদা আবেগ আছে।”

কিংবদন্তি ফুটবলার জামশিদ নাসিরির পুত্র কিয়ান ছোট বয়সে মোহনবাগান জুনিয়র দলে খেলতেন। অ্যাকাডেমিতে নজরকাড়া পারফরম্যান্সের পর সিনিয়র দলেও সুযোগ পান। ২০২২ সালে আইএসএলের ডার্বিতে সুপার-সাব হিসেবে নেমে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন কিয়ান। কার্যত হারতে বসা ম্যাচ একার হাতেই জিতিয়ে দেন। তারপরও একাধিক নজরকাড়া পারফরম্যান্স করেছেন তিনি। এমনকী সুভাষ ভৌমিকের নামাঙ্কিত পুরস্কারও পেয়েছেন।

আরও ম্যাচ খেলার জন্য কিয়ান মোহনবাগান ছেড়েছিলেন। তবে চেন্নাইয়িনেও সেভাবে ‘গেম টাইম’ পাননি। আইএসএলে ১৫টি ম্যাচ খেললেও প্রথম একাদশে ছিলেন মাত্র ৬টি ম্যাচ। তবে যুবভারতীতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অ্যাসিস্ট করেছিলেন। সেই ম্যাচে জয়ও পেয়েছিল চেন্নাইয়িন। এবার ফের সবুজ-মেরুন জার্সিতে মঞ্চ মাতাতে পারেন কি না, সেটাই দেখার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ