Advertisement
Advertisement
Kolkata Derby

ডার্বিতে মেয়েদের টিকিটে বিশেষ ছাড়, কেন এমন উদ্যোগ IFA-র?

দশ হাজার দর্শক দেখতে পাবেন কল্যাণীর ডার্বি।

Kolkata Derby: IFA reduces ticket price for women spectators
Published by: Subhajit Mandal
  • Posted:July 24, 2025 4:38 pm
  • Updated:July 24, 2025 4:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডার্বিতে মহিলা দর্শক টানতে অভিনব উদ্যোগ। শনিবার বড় ম্যাচের টিকিটে বিশেষ ছাড় পাবেন মহিলারা। বুধবার ঘোষণা করেছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা।

Advertisement

এমনিতে ডার্বিতে টিকিটের দাম রাখা হয়েছে ১৫০ টাকা। তবে মহিলাদের জন্য বিশেষ গোলাপি টিকিটের ব্যবস্থা করা হয়েছে। যার দাম রাখা হয়েছে ১০০ টাকা। অর্থাৎ মহিলা সমর্থকদের আরও বেশি করে ফুটবল দেখতে উৎসাহিত করতে ৫০ টাকা ছাড় দিচ্ছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। বুধবার রাতে আইএফের তরফে জানানো হয়, ডার্বি সংক্রান্ত বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আইএফএকে মহিলা দর্শকদের মাঠে আনার বিষয়ে পদক্ষেপ করার পরামর্শ দিয়েছিলেন। তার ফলে অবাঞ্ছিত হিংসার সম্ভাবনা কমবে বলে তাঁর মত। সেই পরামর্শের কথা মাথায় রেখেই মহিলাদের জন্য টিকিটের দাম কমানো হয়েছে।

উল্লেখ্য, কলকাতা ডার্বি পিছিয়ে গিয়েছে এক সপ্তাহ। ১৯ তারিখ যে ম্যাচ হওয়ার কথা ছিল সেটাই হবে আগামী শনিবার। এই সময়ের মধ্যে কল্যাণী স্টেডিয়ামে দ্রুত বড় ম্যাচের পরিকাঠামো তৈরি করে ম্যাচ আয়োজনে নেমে পড়েছে আইএফএ। সিদ্ধান্ত হয়েছে, দশ হাজার দর্শক দেখতে পাবেন ডার্বি। এই দশ হাজারের মধ্যে আপাতত ঠিক হয়েছে দুই প্রধানকে এক হাজার করে টিকিট দেবে রাজ্য ফুটবল সংস্থা। বাকি আট হাজার টিকিটের মধ্যে কিছু আইএফএ অফিস বেয়ারার ও ক্লাবগুলোর জন্য রেখে বাকি টিকিট অনলাইনে বিক্রি করবে তারা। এর মধ্যে প্রথম পর্যায়ের টিকিট নিঃশেষিত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement