Advertisement
Advertisement
Antonio Habas

‘আমরাও ভারতসেরা’, কলকাতা মেট্রোর প্রচারে এবার মোহনবাগানের লিগ শিল্ড জয়

মোহনবাগান কোচ হাবাসের ছবি পোস্ট করেছে মেট্রো রেল।

Kolkata metro shares the picture of Mohun Bagan coach Antonio Habas for campaign

হাবাসের হাতে পড়ে বদলে গিয়েছে মোহনবাগান।

Published by: Krishanu Mazumder
  • Posted:April 16, 2024 7:12 pm
  • Updated:April 16, 2024 8:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তোনিও লোপেজ হাবাসের হাত ধরে ভারতসেরা হয়েছে মোহনবাগান। সোমবার যুবভারতীতে দিমিত্রি পেত্রাতোসরা ২-১ গোলে পরাস্ত করে মুম্বই সিটিকে। লিস্টন কোলাসো প্রথমার্ধে গোল করে এগিয়ে দিয়েছিলেন সবুজ-মেরুন ব্রিগেডকে। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নামা জেসন কামিন্স ব্যবধান বাড়ান।
শেষের দিকে ছাংতে ব্যবধান কমালেও শেষরক্ষা আর করতে পারেনি মুম্বই। মোহনবাগানের (Mohun Bagan) লিগ শিল্ড জয়ের পরে যুবভারতী উত্তাল হয়। ভক্ত-অনুরাগীরা মেতে ওঠেন উদযাপনে। এবার মোহনবাগানের ভারতসেরা হওয়ার ঘটনাকে স্মরণ করে কলকাতা মেট্রো নিজেদের প্রচার শুরু করল। 

Advertisement

[আরও পড়ুন: ঘোষিত আইএসএল নক আউটের দিনক্ষণ, কবে, কোথায় নামছে মোহনবাগান?]

সোশাল মিডিয়ায় কলকাতা মেট্রো রেলওয়ে হাবাসের (Antonio Habas) একটি ছবি পোস্ট করেছে। সেই ছবির সঙ্গে লেখা, ”বয়েজ, চলো গঙ্গার নিচে মেট্রো চড়ি, ওটাও ভারতসেরা।”
ক্যাপশন হিসেবে লিখেছে, ”গঙ্গার নিচে মেট্রো ভারতের গর্ব। আসুন সেই অবিস্মরণীয় অভিজ্ঞতা অর্জন করুন।”

আইএসএলের লিগ শিল্ড জিতে মোহনবাগান ভারতসেরা হয়েছে, তেমনই গঙ্গার নীচ দিয়েও মেট্রো ভারতের মধ্যে সেরা। দর্শনীয়ও বটে। 

[আরও পড়ুন: রায়নার হাত ধরে নামছেন সিঁড়ি থেকে! ভিডিও ভাইরাল, আদৌ খেলতে পারবেন তো ধোনি?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ