কিলিয়ান এমবাপে। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরেই প্যারিস সাঁ জাঁ ছেড়ে রিয়াল মাদ্রিদে অভিযান শুরু করেছেন কিলিয়ান এমবাপে। লস ব্ল্যাঙ্কোসদের জার্সিতে আগুনও ঝরাচ্ছেন। কিন্তু পুরনো ক্লাবের বিরুদ্ধে এবার কার্যত ‘যুদ্ধ’ ঘোষণা করে দিলেন ফরাসি তারকা। পিএসজি’র বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগে আদালতে গিয়েছেন এমবাপে।
ফরাসি তারকার সঙ্গে ক্লাব কর্তৃপক্ষ যে অসদাচরণ করেছে তা এর আগেই সর্বসমক্ষে জানিয়েছিলেন ফরাসি তারকা। ফাঁস করেন ভিতরের কথা। প্যারিস সাঁ জাঁর সঙ্গে চুক্তি নবীকরণ না করায় তাঁর উপরে রেগে গিয়েছিল ফরাসি ক্লাব। রিজার্ভ দলের সঙ্গে অনুশীলনে পাঠানো হয়েছিল এমবাপেকে। তাতে বেজায় অসম্মানিত হয়েছিলেন ফরাসি তারকা।
এর আগে একাধিকবার পিএসজি’র বিরুদ্ধে মৌখিকভাবে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এবার সোজা আদালতের দ্বারস্থ হলেন। এমবাপের আইনজীবী জানিয়েছেন, পিএসজি তাঁকে মূল দলের বাইরে পাঠিয়ে অপমান করেছিল। সাধারণত পারফরম্যান্সের অভাব বা শৃঙ্খলাভঙ্গের কারণে এভাবে কোনও প্লেয়ারকে বাইরে পাঠানো হয়। সেটা যেহেতু তিনি করেননি, তাহলে তাঁকে দলের বাইরে পাঠিয়ে কেন মানসিকভাবে হেনস্থা করা হল? ২০২৩ সালের এশিয়া সফরেও একই ঘটনা ঘটেছিল। রিয়াল তারকার আরও অভিযোগ, পিএসজি’র থেকে এখনও তিনি ৫৫ মিলিয়ন ইউরো পান। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা।
২০১৭ সালে পিএসজি’তে আসেন তিনি। সাত বছরে করেছেন রেকর্ড ২৫৬ গোল। একাধিকবার লিগ ১ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি। ঘটনাচক্রে এমবাপে ছাড়ার পরই এবার চ্যাম্পিয়ন্স লিগ জেতে ফ্রান্সের ক্লাব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.