Advertisement
Advertisement
Aroop Biswas

লিগের ম্যাচ ফিরুক কলকাতা ময়দানে, ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে এসে বললেন ক্রীড়ামন্ত্রী

ঝুলন গোস্বামী ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে আজীবন সদস্যপদ তুলে দেয় ইস্টবেঙ্গল ক্লাব।

Let the league matches return to the Kolkata ground, says Sports Minister Aroop Biswas at the East Bengal event

ছবি অমিত মৌলিক

Published by: Prasenjit Dutta
  • Posted:July 11, 2025 8:26 pm
  • Updated:July 11, 2025 9:21 pm  

প্রসূন বিশ্বাস: কলকাতার মাঠে ফিরে আসুক কলকাতা লিগের ম্যাচ। এ কথা ইস্টবেঙ্গল ক্লাবের স্কুল অফ এক্সেলেন্সের যাত্রা শুরুর অনুষ্ঠানে এসে বললেন বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য, শ্যাম থাপা, রহিম নবি প্রমুখ।

Advertisement

ঝুলন গোস্বামী ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে আজীবন সদস্যপদ তুলে দেয় ইস্টবেঙ্গল ক্লাব। বক্তব্য রাখেন বাংলার দুই প্রাক্তন ক্রিকেটার। বক্তব্য রাখেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। তিনি বলেন, “বাংলার ফুটবলকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। কলকাতার মাঠে আবার ফুটবল ফিরে আসুক। জেলাতে যেমন খেলা হচ্ছে হোক। সঙ্গে চাইব মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান মাঠেও খেলা হোক। এতে আরও বেশি সংখ্যক মানুষ খেলা দেখতে পারবেন। মনে রাখতে হবে, খেলাধুলার উন্নয়নে রাজ্য সরকার কাজ করছে। ৭৮টা স্টেডিয়াম রয়েছে। সেখানে খেলা হোক। একসঙ্গে কলকাতা ফুটবল কলকাতা মাঠে ফিরে আসুক।”

ঝুলন গোস্বামী। ছবি অমিত মৌলিক।

শুক্রবার সকালে ‘বারাসত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন’ পরিদর্শনে গিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এই মাঠে অ্যাস্ট্রোটার্ফের কারণে ফিফা ব্যান করে দিয়েছে। সেই কারণে স্টেডিয়ামে ঘাসের মাঠ তৈরির কাজ চলছে। এই প্রসঙ্গে অরূপ বিশ্বাসের মন্তব্য, “ওখানে অ্যাস্ট্রোটার্ফ ছিল। এখন ঘাসের মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ৮০ শতাংশ কাজ শেষ। আবার সামনের মাসে যাব। আশা করব সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ওখানে সব রকমের খেলা শুরু হয়ে যাবে।”

কলকাতা লিগের ডার্বি আয়োজিত হতে পারে বারাসত স্টেডিয়ামে। এমনই জল্পনা রয়েছে। অরূপ বিশ্বাসের মন্তব্য, “এ ব্যাপারে আইএফএ’র সঙ্গে বসতে হবে।” তাঁর বক্তব্য, “ফিফার ক্রমতালিকায় ১৩৩ নম্বরে নেমে গিয়েছে ভারতীয় ফুটবল দল। এটা খুবই দুর্ভাগ্যের। যতদিন না বাংলার ফুটবল সমৃদ্ধ হবে, ভারতীয় দলও ততদিন সমৃদ্ধ হবে না।” তাছাড়াও ইস্টবেঙ্গলের উদ্যোগের প্রশংসাও করেন ক্রীড়ামন্ত্রী। 

সৌরভ গাঙ্গুলি। ছবি অমিত মৌলিক।

অন্যদিকে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন, “স্কুল অফ এক্সেলেন্সের মাধ্যমে খেলাধুলাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে। এখন ফুটবল এবং ক্রিকেটের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে হকি থেকে শুরু করে অ্যাথলেটিক্স, সমস্ত ধারায় উদ্যোগী হবার প্রচেষ্টা থাকবে। আমাদের ক্লাবে রয়েছে ফুটবল স্কুল। ২৫ বছর বয়স হয়ে গেল যার। একই মডেলে এবার দেশজুড়ে কাজ করবে স্কুল অফ এক্সেলেন্স।” প্রসঙ্গত, এবারের ডুরান্ডে বাংলা থেকে খেলবে চার দল। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাব এবং ডায়মন্ড হারবার এফসি। ২৩ জুলাই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শতাব্দী প্রাচীন এই ফুটবল টুর্নামেন্টের কিক অফ। প্রথম ম্যাচে নামতে চলেছে ইস্টবেঙ্গল। লাল-হলুদের প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি। তার আগে প্রস্তুতি নিয়ে তিনি বলেন, “বৃহস্পতিবারই প্র্যাকটিস ছিল। ডুরান্ডই তো মাঠ দিতে পারছে না।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement