ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের মাটিতে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলতে চলেছেন লিওনেল মেসি! আর্জেন্টাইন মহাতারকা আগেই এমনটা ইঙ্গিত দিয়েছিলেন। ম্যাচের ২৪ ঘণ্টা আগে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি। মেসির ‘শেষ’ ম্যাচ সকলে উপভোগ করুন, বার্তা আর্জেন্টিনা কোচের।
ভারতীয় সময় আগামী কাল ভোরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। ইতিমধ্যেই বিশ্বকাপ খেলার টিকিট পেয়ে গিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। শুক্রবার ভোরে ঘরের মাঠে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলবেন মেসিরা। ওই ম্যাচই ঘরের মাঠে আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষ ম্যাচ হতে চলেছে, এমনটাই মনে করছে তাঁর ভক্তকুল। কারণ গত সপ্তাহেই জোড়া গোল করার পর এই ম্যাচ নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য করেছিলেন এলএমটেন। সাক্ষাৎকারে মেসি জানান, “ওই ম্যাচটা খুব স্পেশাল হতে চলেছে। কারণ যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ ওটা।”
এখানেই শেষ নয়। মেসি আরও বলেন, “জানি না ওই ম্যাচটার পরে আর কোনও ফ্রেন্ডলি বা অন্য খেলা হবে কিনা। তাই ভেনেজুয়েলা ম্যাচ খুবই স্পেশাল। আমার পুরো পরিবার সেদিন থাকবে আমার সঙ্গে। স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোন, আমার স্ত্রীর তরফের আত্মীয়রাও যতজন সম্ভব থাকবেন। একসঙ্গে ওই ম্যাচের সাক্ষী থাকবে সকলে। তারপরে কী হবে, এখন জানি না।” এলএমটেনের এই মন্তব্যের পরেই জল্পনা, ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে হয়তো আর ম্যাচ খেলবেন না তিনি। তবে আগামী বছর বিশ্বকাপে হয়তো খেলবেন। তারপরই ফুটবলকে বিদায়।
ম্যাচের কয়েকঘণ্টা আগে মেসি বিদায়ের সুর যেন শোনা গেল স্কালোনির কণ্ঠেও। তিনি বলেন, “এটা বিশেষ একটা ম্যাচ। লিয়ো আগেই জানিয়েছিল এই ম্যাচে ও আবেগপ্রবণ হয়ে পড়বে। কারণ যোগ্যতা অর্জন পর্বে দেশের মাটিতে এটাই আমাদের শেষ ম্যাচ। আমাদের উচিত প্রতিটা মিনিট উপভোগ করা। সবচেয়ে বেশি উপভোগ করব আমি। লিয়োকে কোচিং করানো আমার জীবনে সবচেয়ে আনন্দের অনুভূতি। আশা করি যে সমর্থকেরা স্টেডিয়ামে যাবেন তারাও যেন ম্যাচটা পুরোপুরি উপভোগ করতে পারেন।” যদিও স্কালোনি আশাবাদী, দেশের মাটিতে আগামী দিনেও আন্তর্জাতিক ম্যাচ খেলবেন মেসি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.