Advertisement
Advertisement
Lionel Messi

অনবদ্য ফ্রি-কিকে চোখধাঁধানো গোল, ক্লাব বিশ্বকাপে নয়া রেকর্ড মেসির

পিছিয়ে পড়েও অনবদ্য জয় মেসির ক্লাবের।

Lionel Messi becomes all-time leading scorer in FIFA competitions
Published by: Subhajit Mandal
  • Posted:June 20, 2025 10:00 am
  • Updated:June 20, 2025 10:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকে অনবদ্য গোল। ক্লাব বিশ্বকাপের ম্যাচে লিওনেল মেসি শুধু নিজের দলকে জেতালেন, তাই নয়। সেই সঙ্গে নিজের নাম আরও একবার তুলে ফেললেন রেকর্ডবুকে। ফিফা আয়োজিত প্রতিযোগিতায় এই মুহূর্তে সর্বকালের সেরা গোলস্কোরার তিনিই।

বৃহস্পতিবার রাতে আটলান্টায় পর্তুগিজ জায়ান্ট পোর্তোর বিরুদ্ধে এক গোলে পিছিয়ে পড়েও অনবদ্য জয় ইন্টার মিয়ামি পেয়েছে, সেটার নেপথ্যের কারিগর ওই মেসিই। এদিন ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে পোর্তোকে এগিয়ে নেন সামু আগেহোওয়া। ৪৭ মিনিটে ডান দিক থেকে মার্সেলো ওয়েইগান্টের দুর্দান্ত ক্রস থেকে বল পেয়ে জোরালো শটে গোল করে ইন্টার মিয়ামির হয়ে সমতা ফেরান ভেনেজুয়েলার মিডফিল্ডার টেলাস্কো সেগোভিয়া।

এর পরই সেই মুহূর্ত। ম্যাচের ৫৩ মিনিট। গোলপোস্ট থেকে ২০ গজ দূরে ফ্রি-কিকটি আদায় করেন মেসি নিজেই। বাঁ পায়ের সেই চেনা শট। ভাসানো বল গিয়ে জড়িয়ে গেল বিপক্ষের জালে। এমনিতে ক্লাব বিশ্বকাপ ঘিরে তেমন উৎসাহ নেই আমেরিকার সমর্থকদের। অধিকাংশ ম্যাচেই ফাঁকা থাকছে স্টেডিয়াম। যেটুকু ভিড় হচ্ছে সেটা ইন্টার মিয়ামির ম্যাচে মেসিকে দেখতেই। তাঁকে দেখার জন্য যে সব সমর্থকরা স্টেডিয়ামে গিয়েছিলেন, তাঁদের উপস্থিতি সার্থক করে দিলেন ফুটবলের রাজপুত্র। মেসির ওই গোলেই জিতল মিয়ামি। এর আগে হার্ড রক স্টেডিয়ামে প্রথম ম্যাচে মিসরীয় ক্লাব আল আহলির সঙ্গে গোলশূন্য ড্র করেছিল মেসির ক্লাব।

এদিনের ফ্রি-কিক গোল মেসিকে ফিফা টুর্নামেন্টের ইতিহাসের সর্বাধিক স্কোরারের তালিকায় শীর্ষে বসিয়ে দিল। মোট ১০টি আলাদা ফিফা টুর্নামেন্টে মেসির গোলসংখ্যা ২৫। ব্রাজিলের মহিলা ফুটবলের কিংবদন্তি মার্তা এর আগে এই তালিকায় সবার উপরে ছিলেন। তাঁর গোলসংখ্যা ফিফা টুর্নামেন্টে ২৪টি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement