Advertisement
Advertisement
Lionel Messi

বাইডেনের পুরস্কার সমারোহ এড়ালেন ‘ব্যস্ত’ মেসি, ইচ্ছা করেই কি?

কেন আমেরিকার বেসামরিক সর্বোচ্চ সম্মান গ্রহণে উপস্থিত থাকতে পারলেন না, তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে মেসির তরফ থেকে।

Lionel Messi explains why he skipped Joe Bidden's Presidential Medal of Freedom ceremony

দেশের জার্সিতে লিওনেল মেসি। ছবি: পিটিআই

Published by: Arpan Das
  • Posted:January 5, 2025 9:27 pm
  • Updated:January 5, 2025 9:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল দুনিয়ার সব সাফল্যই তাঁর পকেটে। এবার মেসির পালকে জুড়ল নয়া মুকুট। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলারকে বেসামরিক সর্বোচ্চ সম্মানে ভূষিত করল আমেরিকা। কিন্তু সেই সম্মান গ্রহণ করতে হোয়াইট হাউসে উপস্থিত থাকলেন না মেসি। সেই নিয়ে আলাদা করে বিবৃতিও জারি করলেন আটবারের ব্যালন ডি’ওর জয়ী তারকা।

Advertisement

বর্তমানে আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে খেলেন তিনি। নিজস্ব ফাউন্ডেশনের মাধ্যমে দুস্থ ও অসহায় শিশুদের সাহায্য করেন। যে কারণে তাঁকে আমেরিকার বেসামরিক সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। হোয়াইট হাউসে সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেনের থেকে সম্মান গ্রহণ করার কথা ছিল। কিন্তু সেখানে হাজিরই হলেন না মেসি।

এই বিষয়ে মেসির তরফ থেকে জানানো হয়েছে, ‘হোয়াইট হাউস থেকে ফিফা হয়ে ইন্টার মিয়ামি মেসির পুরস্কারের বিষয়ে জেনেছে। যেখানে বলা হয়েছিল লিওকে ডিসেম্বরের শেষে সম্মান দেওয়া হবে। যদিও তার জন্য মেসি সম্মানিত ও গর্বিত বোধ করছে। কিন্তু ব্যস্ত সূচির জন্য সময় না পাওয়ায় এবং অন্য জায়গায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় হোয়াইট হাউসের অনুষ্ঠানে থাকতে পারবে না। ও আমেরিকা সরকারকে ধন্যবাদ জানিয়েছে। আশা করছে, ভবিষ্যতে ফের বাইডেনের সঙ্গে দেখা করার সুযোগ পাবে।’

মজার বিষয়, সাম্প্রতিক সময়ে মেসিকে দেখা গিয়েছে ছেলেদের সঙ্গে ফুটবল খেলায় মেতে থাকতে। এমনকী ছোটবেলার ক্লাবের বন্ধুদের আমন্ত্রণ জানান তিনি। মেসির স্ত্রী সোশাল মিডিয়ায় যে ছবি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে নিউইয়ারের উদযাপনও করছেন তাঁরা। তাহলে কোন ব্যস্ততার কথা বলছেন মেসি? নাকি পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য আমেরিকার প্রেসিডেন্টের থেকে সম্মান নিলেন না মেসি? প্রশ্ন নেটদুনিয়ায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ