Advertisement
Advertisement
Lionel Messi

সেপ্টেম্বরেই ঘরের মাঠে শেষ ম্যাচ! মায়ামিকে ফাইনালে তুলে অবসরের ইঙ্গিত মেসির

৪ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলবেন মেসিরা।

Lionel Messi hints at home farewell on September

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:August 29, 2025 9:27 am
  • Updated:August 29, 2025 9:27 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট সারিয়ে ফিরেছেন। বিপক্ষকে বোকা বানিয়ে গোলও করছেন। কিন্তু এবার জাতীয় দলের জার্সি তুলে রাখার কথা ভাবছেন তিনি-লিওনেল মেসি! বুধবার লিগস কাপের সেমিফাইনালে জোড়া গোল করে দলকে ফাইনালে তোলেন এলএমটেন। ম্যাচের পর তাঁর সাক্ষাৎকারেই ইঙ্গিত, এবার হয়তো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন আর্জেন্টাইন মহাতারকা।

Advertisement

আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। ইতিমধ্যেই বিশ্বকাপ খেলার টিকিট পেয়ে গিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। ৪ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলবেন মেসিরা। ওই ম্যাচই ঘরের মাঠে আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষ ম্যাচ হতে চলেছে, এমনটাই মনে করছে তাঁর ভক্তকুল। কারণ লিগস কাপের ফাইনালে ওঠার পর সাক্ষাৎকারে মেসি জানান, “ওই ম্যাচটা খুব স্পেশাল হতে চলেছে। কারণ যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ ওটা।”

এখানেই শেষ নয়। মেসি আরও বলেন, “জানি না ওই ম্যাচটার পরে আর কোনও ফ্রেন্ডলি বা অন্য খেলা হবে কিনা। তাই ভেনেজুয়েলা ম্যাচ খুবই স্পেশাল। আমার পুরো পরিবার সেদিন থাকবে আমার সঙ্গে। স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোন, আমার স্ত্রীর তরফের আত্মীয়রাও যতজন সম্ভব থাকবেন। একসঙ্গে ওই ম্যাচের সাক্ষী থাকবে সকলে। তারপরে কী হবে, এখন জানি না।” এলএমটেনের এই মন্তব্যের পরেই জল্পনা, ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে হয়তো আর ম্যাচ খেলবেন না তিনি। তবে আগামী বছর বিশ্বকাপে হয়তো খেলবেন। তারপরই ফুটবলকে বিদায়।

উল্লেখ্য, ডিসেম্বরে মেসি-মাদকতায় মাততে চলেছে ভারত। ইতিমধ্যেই সেই সূচি চূড়ান্ত হয়ে গিয়েছে। চমকপ্রদ বিষয় হল ডিসেম্বরের সেই সফরের আগেই এদেশের মাটিতে পা রাখতে চলেছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। শুধু আসছেন না, নভেম্বরে ভারতের মাটিতে খেলতেও দেখা যাবে তাঁকে। একা মেসি নন, ভারতে আসছে গোটা আর্জেন্টিনা দলই। কেরলে খেলতে আসছে তারা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement