Advertisement
Advertisement
Lionel Messi

চোট পেলেন মেসি, লিগস কাপের পরের রাউন্ডে উঠেও দুশ্চিন্তায় ইন্টার মায়ামি

কতটা গুরুতর তাঁর চোট?

Lionel Messi injured, Inter Miami in trouble despite advancing to next round of Leagues Cup
Published by: Prasenjit Dutta
  • Posted:August 3, 2025 2:32 pm
  • Updated:August 3, 2025 2:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেনাল্টিতে জয় পেয়ে লিগস কাপের পরের রাউন্ডে উঠেছে ইন্টার মায়ামি। কিন্তু মায়ামির জয় ছাপিয়ে আলোচনায় লিওনেল মেসির চোট। মেক্সিকোর নেকাক্সার বিপক্ষে খেলতে নেমে মাত্র ১১ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় তাঁকে।

Advertisement

৮ মিনিটে চোট পেয়েছিলেন তিনি। এরপর অস্বস্তিতে দেখা যায় এলএম১০’কে। বেশিক্ষণ খেলতে পারেননি। মেসির চোট নিয়ে মায়ামি কোচ মাসচেরানো বলেন, “বেশ অস্বস্তি বোধ করছিল। তবে ওর চোট গুরুতর সেটা একদিন পর আমরা বুঝতে পারব। এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। কিছু তো একটা হয়েছেই। যদিও পায়ে ব্যথা নেই। তাই মনে হচ্ছে না গুরুতর কিছু।”

নেকাক্সার দুই ডিফেন্ডারকে ড্রিবল করে বক্সে প্রায় ঢুকেই পড়েছিলেন মেসি। তাঁকে আটকাতে রাউল সানচেজ ও আলেক্সিস পেনা এগিয়ে আসেন। সেই ট্যাকল সামলাতে না পেরে বক্সের ভেতর পড়ে যান। এরপর খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারেননি।

মেসি উঠে যাওয়ার পরের মিনিটেই তেলেসকো গোলে এগিয়ে দেন মায়ামিকে। তবে, ১৭ মিনিটে তাল কাটে। লাল কার্ড দেখেন ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন। ৩৩ মিনিটে থমাস বাদালোনির গোলে সমতায় ফেরে নেকাক্সা। ৬০ মিনিটে ক্রিস্টিয়ান ক্যালদেরন লালকার্ড দেখায় ১০ হয়ে যায় নেকাক্সাও। ৮১ মিনিটে এগিয়ে রিকার্ডো মনরিয়েলের গোলে ব্যবধান বাড়ায় নেকাক্সা। ৯২ মিনিটে স্কোরলাইন ২-২ করেন জর্ডি অ্যালবা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে শেষ হয়। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি। নেকাক্সার টমাস বাদালোনির শট রুখে মায়ামির গোলরক্ষক এখন নায়ক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ