Advertisement
Advertisement
Lionel Messi

প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও সাক্ষাৎ, ৩ দিনের ভারত সফরে মেসির সঙ্গে থাকছেন একাধিক তারকা

মেসির সঙ্গে দেখা হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

Lionel Messi likely to meet PM Modi and Virat Kohli during India visit
Published by: Subhajit Mandal
  • Posted:August 15, 2025 5:00 pm
  • Updated:August 15, 2025 5:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরে মেসি-মাদকতায় মাততে চলেছে ভারত। আর্জেন্টিনার অধিনায়কের ৩ দিনের সফর ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে কলকাতা, আহমেদাবাদ এবং মুম্বইয়ে। এবার জানা গেল, শেষ ল্যাপে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করবেন তিনি। তার আগেই অবশ্য প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সাক্ষাৎ হতে পারে তার।

Advertisement

ভারতীয় ভূখণ্ডে মেসি পদার্পণ করবেন ১২ ডিসেম্বর। পরের দিন কলকাতার ইডেনে অনুষ্ঠান। সেখান থেকেই রাতে উড়ে যাবেন আহমেদাবাদ। সেখানে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে ছোট্ট অনুষ্ঠান রয়েছে। তার পরের দিন ১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বই। যেখানে অনুষ্ঠান রাখা হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কলকাতায় মেসির অনুষ্ঠানে যেরকম উপস্থিত থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেরকম মুম্বইয়ে ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস।

কলকাতায় মেসির সঙ্গে দেখা হবে প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। মেসির সঙ্গে দেখা করার জন্য সেরকম মুম্বই উড়ে যাবেন বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এক বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়কের সঙ্গে দেখা করবেন আরেক বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক। সেখানেই থাকতে পারেন বিরাট কোহলিও। পরের দিন অর্থাৎ ১৫ তারিখ মুম্বই থেকে দিল্লি উড়ে যাবেন লিও। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গেও দেখা করবেন এল এম টেন।

চমকপ্রদ বিষয় হল, লিও একা নন, তাঁর সঙ্গে এই সফরে আসছেন আরও একঝাঁক তারকা। মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত মেসির পুরো সফরকে ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’ নাম দিয়েছেন। সেই ট্যুরে মেসির সঙ্গে আরও একঝাঁক তারকা থাকতে পারেন বলে খবর। এঁদের মধ্যে থাকতে পারেন ইন্টার মিয়ামিতে মেসির সতীর্থ লুইস সুয়ারেজ, জর্ডি আলবা, রদ্রিগো দে পলরা। তবে এঁদের নাম এখনও নিশ্চিত করেননি শতদ্রু।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ