সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামছেন লিওনেল মেসি! এমনটাই মত ছিল মেসিভক্তদের। অনুরাগীদের সেই অনুমানকেই কি সত্যি করে দিলেন বিশ্বকাপজয়ী মহাতারকা? শুক্রবার ভোরে ম্যাচ শুরুর আগে তাঁর চোখের কোনা চিকচিক করতে দেখা গেল। মাঠে নেমে অবশ্য তিনি স্বমহিমায়। জোড়া গোল করলেন। আর তারপরেই সাফ জানিয়ে দিলেন, আগামী বছর বিশ্বকাপে খেলা নিয়ে এখনও কিছু সিদ্ধান্ত নেননি। এই মন্তব্যের পরই শুরু জল্পনা, বিশ্ব ফুটবলে কি তাহলে লিও যুগের অবসান হল?
শুক্রবার ভোরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। ইতিমধ্যেই বিশ্বকাপ খেলার টিকিট পেয়ে গিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাচে নামার আগেই মেসি জানিয়ে দিয়েছিলেন, “ওই ম্যাচটা খুব স্পেশাল হতে চলেছে। কারণ যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ ওটা।” এলএমটেনের এই মন্তব্যের পরেই জল্পনা, ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে হয়তো আর ম্যাচ খেলবেন না তিনি। তবে আগামী বছর বিশ্বকাপে হয়তো খেলবেন। তারপরই ফুটবলকে বিদায়।
এদিন ম্যাচ শুরুর আগে দেখা যায়, মেসির চোখে জল। তবে মাঠে নেমে পায়ের জাদুতে বিপক্ষকে বোকা বানাতে ভোলেননি। ম্যাচের প্রথম গোলটি আসে তাঁর পা থেকেই। আলতো করে গোলের জালে বল জড়িয়ে দেন ৩৯ মিনিটে। গোটা স্টেডিয়াম উচ্ছ্বাসে ফেটে পড়ে গোলের পরে। ম্যাচের ৮০ মিনিটে ফের গোল করেন লিও। এদিন ম্যাচ দেখতে স্টেডিয়াম পুরো ভরে গিয়েছিল। বাবার খেলা দেখতে হাজির ছিল মেসির সন্তানরাও।
ভেনেজুয়েলাকে ৩-০ হারানোর পর মেসি বলেন, “বয়সের কথা মাথায় রাখলে যুক্তি বলে, আমি আগামী বছর বিশ্বকাপে খেলতে পারব না। কিন্তু বিশ্বকাপ প্রায় এসেই গিয়েছে। আমিও খেলতে খুবই আগ্রহী। তবে আমি প্রত্যেকটা ম্যাচ ধরে এগোতে চাই। আমি যদি মাঠে নেমে খেলাটা উপভোগ করতে না পারি তাহলে সরে দাঁড়াব।” মেসির সাফ কথা, বিশ্বকাপে খেলা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.