সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট সারিয়ে ফিরে ফের স্বমহিমায় লিওনেল মেসি। লিগস কাপের নকআউট পর্বের দু’টি ম্যাচে আর্জেন্তিনীয় তারকাকে ছাড়াই মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। তবে সেমিফাইনালে ফিরে ম্যাজিক দেখালেন এলএম১০। প্রতিপক্ষ অরল্যান্ডো সিটির বিরুদ্ধে জোড়া গোল করে দলকে ফাইনালে তুললেন তিনি। ইন্টার মায়ামিও জিতল ৩-১ গোলে।
লিগস কাপের ম্যাচে ইন্টার মায়ামির দল যেন চাঁদের হাট। দলে ছিলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জর্দি আলবা, রদ্রিগো দে পলের মতো তারকারা। যদিও প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে পিছিয়ে পড়ে তারা। মার্কো পাসালিচের গোলে এগিয়ে যায় অরল্যান্ডো সিটি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের টার্নিং পয়েন্ট ৭৫ মিনিটে অরল্যান্ডোর ডেভিড ব্রেকালো লাল কার্ড দেখা। পেনাল্টি পায় ইন্টার মায়ামি। মেসির গোলে সমতায় ফেরে তারা। ৮৮ মিনিটে তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে অনবদ্য ভঙ্গিমায় পাশ কাটিয়ে বেরিয়ে যান মেসি। এরপর আলবার সঙ্গে ওয়ান-টু খেলে বল জালে জড়িয়ে দেন তিনি। অতিরিক্ত সময়ে মায়ামির হয়ে তৃতীয় গোল করেন তেলাসকো সেগোভিয়া।
ম্যাচের পর মেসি বললেন, “ম্যাচটি মনেপ্রাণে খেলতে চেয়েছিলাম। শুরুতে কিছুটা অস্বস্তিতে ছিলাম। তবে, এই ম্যাচের গুরুত্বের কথাটা জানতাম। প্রথম দিকে কিছু ভয়ে ভয়ে থাকলেও ধীরে ধীরে স্বাভাবিক হয়েছি।” সেমিফাইনালে মেসির এমন ম্যাজিকের পর নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ। তাঁরা লিখছেন, ‘মেসি কেন সেরা সেটা আবার বুঝিয়ে দিলেন।’ জোড়া গোলের পর জাতীয় দল এবং ক্লাব পর্যায়ে খেলে মেসির গোল সংখ্যা ৮৭৭। উল্লেখ্য, রবিবার ফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ সিয়াটেল সাউন্ডার্স।
MESSI MIGHT’VE JUST WON IT. WOWOWOWOW.
— Major League Soccer (@MLS)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.