Advertisement
Advertisement
Narendra Modi's birthday

মোদির জন্মদিনে বিশেষ উপহার মেসির, কী পাঠালেন আর্জেন্টাইন মহাতারকা?

৭৫তম জন্মদিনে বিশ্বের সব প্রান্ত থেকে শুভেচ্ছা পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Lionel Messi send special gift for PM Narendra Modi's birthday
Published by: Anwesha Adhikary
  • Posted:September 17, 2025 5:06 pm
  • Updated:September 17, 2025 5:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭৫তম জন্মদিনে বিশ্বের সব প্রান্ত থেকে শুভেচ্ছা পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে জন্মদিনে তিনি পেলেন এক চমকে দেওয়া উপহার। প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসাবে নিজের সই করা জার্সি পাঠালেন লিওনেল মেসি। উল্লেখ্য, চলতি বছরের শেষেই ভারতে আসবেন আর্জেন্টাইন মহাতারকা। সেই সময়ে মোদির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

Advertisement

মেসিকে ভারতে আনার মূল উদ্যোক্তা জানিয়েছেন, ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের সময়ে যে কিট পরেছিল গোটা দল, সেই জার্সিতেই সই করে মোদির জন্য পাঠিয়েছেন মেসি। ৭৫তম জন্মদিনে সেই জার্সি উপহার হিসাবে মোদির হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতীয় ভক্তদের জন্যও বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন মেসি। জীবনে প্রথমবারের জন্য মেসি পা রাখতে চলেছেন মুম্বই এবং নয়াদিল্লিতে। সেই সময়েই মোদির সঙ্গে সাক্ষাৎ হতে পারে তাঁর।

প্রসঙ্গত, ভারতীয় ভূখণ্ডে মেসি পদার্পণ করবেন ১২ ডিসেম্বর। পরের দিন কলকাতার ইডেনে অনুষ্ঠান। সেখান থেকেই রাতে উড়ে যাবেন আহমেদাবাদ। সেখানে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে ছোট্ট অনুষ্ঠান রয়েছে। তার পরের দিন ১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বই। যেখানে অনুষ্ঠান রাখা হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কলকাতায় মেসির অনুষ্ঠানে যেরকম উপস্থিত থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেরকম মুম্বইয়ে ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস।

পরের দিন অর্থাৎ ১৫ তারিখ মুম্বই থেকে দিল্লি উড়ে যাবেন লিও। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গেও দেখা করবেন এল এম টেন। চমকপ্রদ বিষয় হল, লিও একা নন, তাঁর সঙ্গে এই সফরে আসছেন আরও একঝাঁক তারকা। এঁদের মধ্যে থাকতে পারেন ইন্টার মিয়ামিতে মেসির সতীর্থ লুইস সুয়ারেজ, জর্ডি আলবা, রদ্রিগো দে পলরা। তবে এঁদের নাম এখনও নিশ্চিত নন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement