সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলস্টার ম্যাচে না খেলায় এক ম্যাচ নির্বাসিত হয়েছিলেন। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। হাড্ডাহাড্ডি ম্যাচে আটলাসকে ২-১ গোলে হারিয়ে নাটকীয় জয় পেয়েছে ইন্টার মায়ামি। দু’টি গোলই এসেছে মেসির অ্যাসিস্ট থেকে।
ফোর্ট লডারডেলে লিগস কাপের গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। যদিও বেশ কিছু সুযোগ পেলেও তা গোলে রূপান্তর করতে পারেনি মায়ামি এবং আটলাস। এর মধ্যে বেশ কিছু নিশ্চিত গোল বাঁচান মায়ামি গোলকিপার রোকো বোভো। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যেতে পারত মায়ামি। যদিও তাঁর শট ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই পক্ষই। ৫৭ মিনিটে মেসির কাছ থেকে বল পেয়ে বিপক্ষের জালে জড়াতে ভুল করেননি তেলাসকো সেগোভিয়া। এগিয়ে যায় মায়ামি। যদিও ৮০ মিনিটে রিভাল্ডো লোজানো সমতা ফেরান আটলাসকে।
সবাই যখন ধরেই নিয়েছিল ড্র হতে চলেছে, ঠিক তখনই মেসির ম্যাজিক। খেলা শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে, ৯৬ মিনিটে মেসির ডিফেন্স চেরা পাস থেকে মায়ামির হয়ে জয়সূচক গোল করেন মার্সেলো ভিগান্ট। যদিও গোলটির ক্ষেত্রে প্রথমে অফসাইডের পতাকাও উঠেছিল। পরে ‘ভার’-এর সহায়তায় গোলটি বৈধ ঘোষণা করা হয়। এর ফলে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট মাঠ ছাড়ে মেসির মায়ামি।
উল্লেখ্য, এই ম্যাচে ইন্টার মায়ামির হয়ে অভিষেক ঘটান আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডে পল। আর অভিষেকেই তিনি দেখলেন মেসি ম্যাজিক। ম্যাচের পর মেসি বলেন, “আমি যত বেশি ম্যাচ খেলি তত বেশি ছন্দ ফিরে পাই। শারীরিকভাবেও তরতাজা মনে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা জিতেছি।”
Primer partido de = primera victoria ☑️
— Inter Miami CF (@InterMiamiCF)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.